পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や ত্রিসন্ধি । প্রেমের তীরেতে বিক্ষত তাহা—ভক্তিতে জানু নত । কি দিবে দণ্ড দেহ মহারাজ, আমি আজি পরাভূত ” রাজা কহে, “ওগো কিঙ্কর, এই দণ্ড আমার লহ । হাতেমেরে গিয়া রাজপ্রণয়ের বার্তা এখনি কহ । ” যথার্থ ভক্ত । মকুক মাঝে মুসলমান-ভজনালয় দ্বারে ভক্ত জলপাত্র লয়ে রহিত এক ধারে । নমাজ আগে অজুর লাগি মাগিত যারা জল নিজের হাতে ধোয়ায়ে দিত তাদের পদতল । মসজিদের ভিতরে কভু দেখেনি কেহ তারে, পড়িত না সে নমাজ, পড়ি’ রহিত এক ধারে । একদা তারে কাফের ভাবি করিল সবে তাড়া— “নমাজ নাহি পড়ে এ লোক, দেখিনি হেন ধারা ?” কহিল সবে “চলিয়া যারে, ওরে ধরমহীন ।” ভক্ত কহে “কোথায় যাব, আমি যে বড় দীন । মসজিদের বাহিরে অাছি একটি কোণে পড়ি । দোহাই হজরতের, মোরে দিওনা দূর করি ”