পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> >b" ত্রিসন্ধি । মানব জনম সার, এমন পাবে না আর বাহ দৃশ্যে ভুলোনা রে মন ! কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন । করোনা সুখের আশ, পরোনা দুখের ফাস, - জীবনের উদেশ্য তা নয় ; সংসারে সংসারী সাজ কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয় । দিন যায়, ক্ষণ যায়, সময় কাহারো নয়, বেগে ধায়, নাহি রহে স্থির ; সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর । ংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ে ভীত হয়োনা মানব ; কর যুদ্ধ বীৰ্য্যবান, যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুল্লভ । মনোহর মুৰ্ত্তি হেরে, ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর ; অতীত সুখের দিনে, পুনঃ আর ডেকে এনে চিন্তা ক’রে হওনা কাতর।