পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: כיס\ ❖ፃ vరిy vరి:్స 8૨ 8국 8 ○ 8○ £RN9 3b" 8వ 6*२ ¢रे পরিশিষ্ট যাত্রিগণ উহাকে চুম্বন বা স্পর্শ করেন এবং কাবার চতুর্দিকে পরিক্রমণ করেন । ভাস্কর-তুল্য-স্বৰ্য্যের দ্যায়। আনুষঙ্গিক—অদ্য বিষয়ের সঙ্গে যাহা ঘটে । অশনি—বজ্র । কশ–চাবুক । পশিব বৃত্তি— পশুর দ্যায় বৃত্তি, নিকৃষ্ট বৃত্তি । হৃদয়েন্মিাদক--হৃদয়কে যাহা পাগলের দ্যায় করে । চিত্ত-রঞ্জিনী বৃত্তি—ষে মনোবৃত্তি বা মানসিক শক্তি অস্তঃকরণে অনুরাগ উৎপাদন করে । ংসার পরিত্যাগের সময়—রাজপুত্র সিদ্ধার্থ মানব সংসারে চারিদিকেই দুঃখ দেখিয়া গভীর রাত্রে সংসার ত্যাগ করিয়া চলিয়া গিয়াছিলেন । বুদ্ধগয়া—গয়া সহর হইতে কিছু দূরে গেলেই বুদ্ধগয়া দেখিতে পাওয়া যায়। সেই স্থানে দীর্ঘকাল ধরিয়া বুদ্ধদেব শরীরকে নষ্ট করিয়া কঠোর তপস্তা করিয়াছিলেন । শেষে কৃচ্ছ তপস্তা অর্থাৎ কষ্টদায়ক তপস্তার প্রতি র্তাহার শ্রদ্ধা রহিল না । তাহার শরীর উপবাসে ক্ষীণ হইয়া গিয়াছিল। তিনি উরুবিল্বগ্রামে সুজাত নামী এক স্ত্রীলোকের নিকট কিছু অন্ন গ্রহণ করিয়া সুস্থ হইলেন। প্রাকার—প্রাচীর । মৰ্ম্মর গবাক্ষ—মৰ্ম্মর প্রস্তরের দ্বারা নিৰ্ম্মিত জানালা । কারুকার্য্য—শিল্পকৰ্ম্ম । দেওয়ান-ই-আম—মোগল বাদশাহুদিগের প্রকাগু দরবারগৃহকে আম দরবার বা দেওয়ান-ই-আম বলা হইত।