পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিসন্ধি

পূর্বক বহুল পরিধান করিলেন। ভীমাৰ্জ্জুন প্রভৃতি ভ্রাতৃগণ এবং মনস্বিনী দ্রৌপদীও র্তাহার স্যায় বেশ ধারণ করিলেন। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এইভাবে হস্তিনানগর হইতে বহির্গত হইলেন। কৌরবরমণীগণ র্তাহাদিগকে প্রস্থান-করিতে দেখিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন। একটি কুকুরও হস্তিন হইতে পাণ্ডবদিগের অনুগামী হইল । সর্ববাগ্রে ধৰ্ম্মরাজ যুধিষ্ঠির, র্তাহার পশ্চাতে মহাবলশালী ভীমসেন, র্তাহার পশ্চাতে মহাবীর অৰ্জ্জুন, অৰ্জ্জুনের পশ্চাতে নকুল, নকুলের পশ্চাতে সহদেব, সহদেবের পশ্চাতে দ্রৌপদী, এবং তাহাদের সকলের পশ্চাতে কুকুরটা গমন করিতে লাগিল। , র্তাহারা অসংখ্য দেশ ও সাগর এবং বহু নদনদী অতিক্রম করিয়া দ্বারকাপুরীতে উপনীত হইলেন ; এবং তথা হইতে উত্তরাভিমুখে গমন করিতে লাগিলেন । এইরূপে পাণ্ডুপুত্ৰগণ, পত্নীর সহিত ক্রমাগত উত্তরদিকে গমন করিতে করিতে, সম্মুখে বিশাল হিমগিরি দেখিতে পাইলেন। ক্রমে তাহার মহোচ্চ হিমগিরিতে আরোহণ করিলেন ; তখন সুমেরু পর্বত র্তাহীদের নয়ন-পথে পতিত হইল । ত্বরায় হিমালয় অতিক্রম করিবার মানসে, তাহারা দ্রুতবেগে ধাবিত হইলেন। কিন্তু দ্ৰৌপদী নিতান্ত পথশ্রান্তিবশতঃ ভূতলে পতিত হইয়া প্রাণত্যাগ করিলেন। দ্ৰৌপদীকে পতিত হইতে দেখিয়া ভীমসেন যুধিষ্ঠিরকে সম্বোধন করিয়া কহিলেন, “মহারাজ ! দ্রৌপদী ত কখনও কোন অধৰ্ম্মাচরণ করেন নাই ; তবে কি নিমিত্ত ধরাতলে