পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১১
ত্রিসন্ধি
১১

ক্রিসন্ধি । }} ঐষ্টি হল ংে লিষ্ট হয় সেইরূপ সামান্য একটুকু পাপও অন্তরে পোষণ করিলে লোকের নিশ্চয়ই পতন ঘটে ! নরহত্যা, মিথ্যাকথন, প্রবঞ্চনা প্রভৃতি মহাপাপ সকল হইতে রক্ষা পাইয়াও কত লোক সামান্য একটু দুর্বলতাবশতঃ পুণ্যপথ হইতে ভ্ৰষ্ট হয়। পক্ষপাতিত্ব, জ্ঞানাভিমান, রূপাভিমান বীরত্বাভিমান, প্রতিজ্ঞা-লঙ্ঘন এবং লোভ, ইহার একটিকেও সামান্য দোষ বলিয়া উপেক্ষা করা সঙ্গত নহে । অতি ক্ষুদ্র একটি ছিদ্র থাকিলে যেরূপ পূর্ণ কলসীর সমস্ত জলই নির্গত হইয়া যায়, সেইরূপ সামান্য মাত্র পাপও হৃদয়ের সমস্ত পুণ্যরাশি বিনষ্ট করে। - পাগুবদিগের স্বৰ্গারোহণ । দ্বিতীয় চিত্র । যখন দ্রৌপদী ও ভীমাজু নাদি সকলে স্বৰ্গারোহণে অসমর্থ হুইয়া একে একে স্বগের পথেই জীবন হারাইলেন, তখন কেবল সেই কুকুরটা ধৰ্ম্মরাজ যুধিষ্ঠিরের অনুগমন করিতে লাগিল । যুধিষ্ঠির কুকুরটাকে সঙ্গে লইয়া কিয়দুর গমন করিলে, দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হইয়া কহিলেন,