পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৪
ত্রিসন্ধি
১৪

38 ত্রিসন্ধি । করিয়া যাহারা বিপন্ন ও অসহায়কে আশ্রয় দিয়া থাকে, তাহারাই যথার্থ ধৰ্ম্মপুত্র,—তাহারাই স্বৰ্গলোকের অধিকারী । অতএব এস বৎস! স্বর্গে গমন করিয়া অমরবৃন্দের সহিত মিলিত হও, এবং যে স্বৰ্গীয় অমৃত পান করিয়া দেবগণ অমরত্ব লাভ করিয়াছেন, তাহ পান করিয়া কৃতাৰ্থ হও।” মহাজনেরা কোন অবস্থাতেই আশ্রিত জনকে পরিত্যাগ করেন না । মহাত্মা রাজা রামমোহন রায় । ইংরাজি শিক্ষা আমাদিগের দেশে প্রবর্তিত হওয়ায় এই একটি মহুদুপকার সাধিত হইয়াছে যে, আমরা বিশ্বের তাবৎ দেশগুলির সহিত পরিচিত হইবার সুযোগ লাভ করিয়াছি। পাশ্চাত্য জাতিগণ পৃথিবীর নানাস্থান আবিষ্কার করিয়াছেন, পাশ্চাত্য বিজ্ঞান বিশ্বের সকল কথা আমাদিগকে অবগত করাইতেছে। নদী, গিরি ও সমুদ্র লঙ্ঘন করিয়া ইহারা দেশদেশান্তরের বৃত্তান্ত সংগ্ৰহ করিয়া মানবের জ্ঞান-ভাণ্ডারকে পরিপূর্ণ করিতেছেন। সুতরাং ইংরাজি শিক্ষার সাহায্যে আমরা পশ্চিম দেশীয় জ্ঞান-বিজ্ঞান আলোচনা পূর্বক সকল মনুষ্যজাতির পরিচয় প্রাপ্ত হইতেছি । i -