পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসদ্ধি। \Oو বস্ত্রাভ্যন্তরে লুকায়িত ছুরিক বাহির করিয়া কহিলেন, “তুমি আজ যদি সুবিচার করিতে পশ্চাৎপদ হইতে, তবে এই ছুরিকা তোমার বক্ষে বিদ্ধ করিয়া দিতাম।” কাজিও তাহার সম্মুখস্থ কশাপ্রদর্শনপূর্বক রাজাকে কহিলেন, “এই কশ৷ আমি আপনার জন্যই এই স্থানে আনয়ন করিয়াছিলাম। বিচার হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টামাত্র করিলে এই কশা আপনার পৃষ্ঠে পতিত হইত ।” মনুষ্যজাতির প্রতি সম্মান। আমাদের দেশে সমত্ববুদ্ধি মানবের শ্রেষ্ঠ আদর্শ বলিয়া কীৰ্ত্তিত হইয়াছে। সমত্ববুদ্ধির অর্থ সকলের প্রতি সমভাব । সৰ্ব্বভূতের প্রতি সমভাব রক্ষা করা অত্যন্ত কষ্টকর, সন্দেহ নাই । তাহা না পারিলেও, সকল মনুষ্যকে মর্য্যাদা দান করা আমাদের একান্ত কৰ্ত্তব্য। যাহারা মনুষ্যজাতিকে সম্মান করিতে সমর্থ হয়েন, র্তাহারা মনুষ্যত্বের অতি উচ্চ সোপানে আরোহণ করিয়াছেন। সাধারণতঃ মনুষ্যসমাজে ধনে, মানে, মৰ্য্যাদায়, শক্তিতে, বিদ্যায়, মনুষ্যে মনুষ্যে নানা ভেদ দৃষ্ট হয়। কেহ ধনী, কেহ দরিদ্র ; কেহ মানী, কেহ দীনহীন ; কেহ