পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । ■ やめ পিতা একজন প্রস্তরখোদক ছিলেন ; প্রস্তরের প্রতিমূৰ্ত্তি প্রস্তুত করাই উহার জীবিকানির্বাহের উপায় ছিল। তাহার মাতা ধাত্রীর কৰ্ম্ম করিতেন। সক্রেটিসও প্রথমে পৈত্রিক ব্যবসায় আরস্ত করিয়াছিলেন। কিন্তু তাহার সাংসারিক অবস্থা কখনও সচ্ছল ছিল না । সক্রেটিস্ জেণ্টিপিনাস্ত্রী এক নারীর পাণিগ্রহণ করিয়াছিলেন । ইনি অত্যন্ত ক্রোধপরায়ণ ও কলহপ্রিয় ছিলেন। কিন্তু ইহার দুর্ব্যবহারে সক্রেটিসের চিত্তের স্থৈৰ্য্য ও প্রসন্নতা কস্মিনকালেও নষ্ট হয় নাই। সক্রেটিস্ সামান্ত পদাতিকের কৰ্ম্মে নিযুক্ত হইয়া তিনবার দূরদেশে যুদ্ধযাত্রা করিয়াছিলেন। ক্ষুৎপিপাসায় তিনি কখনও কাতর হইতেন না ; তাহার ন্যায় কষ্টসহিষ্ণু লোক অতি অল্পই ছিল । তিনি সামান্য বেশে সর্বত্র গমনাগমন করিতেন ; কি শীত, কি গ্রীষ্ম, কোন সময়েই পাদুকা ব্যবহার করিতেন না । একপ্রকার মোট কাপড় তিনি সর্বদা পরিধান করিতেন এবং তাহার আহারও যৎসামান্ত ও পরিমিত ছিল । 驅 সক্রেটিস যদিও খোদকের কৰ্ম্ম করিতেন, তথাপি তাহার মনের গতি অন্যদিকে ছিল । বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার জ্ঞানার্জন-স্পৃহা বলবতী হইয়া উঠিতে লাগিল। তিনি মান, সন্ত্রম, খ্যাতি ও প্রতিপত্তি চাহিলেন না, দরিদ্র থাকিয়া চিরকাল জ্ঞানোপার্জন করিবেন, সত্যান্বেষণ করিবেন, ইহাই তাহার জীবনের একমাত্র লক্ষ্য হইল। তৎকালে এথেন্‌স নগরে যে সকল দার্শনিক পণ্ডিত আপনাদের মত প্রচার করিতেছিলেন,