পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । ጫፃ "উপনিবেশ স্থাপন করাতে আদিম অসভ্য জাতির সংখ্যা হ্রাস প্রাপ্ত হইয়াছে। মাতৃভূমি ত্যাগ করিয়া কত ইংরাজ এই দেশে বসতি করিতেছেন । ১৬২১ খৃষ্টাব্দে একদল ইংরাজ আমেরিকায় গমন করিয়াছিলেন, তৎপরে তিন শতাব্দী কাল মধ্যে র্তাহাদিগের অধুষিত আমেরিকার যুক্তরাজ্য এক প্রবল শক্তিসম্পন্ন বৃহৎ রাজ্যে পরিণত হইয়াছে। ক্যানাডা ১৭৫৯ খৃষ্টাব্দে ইংরাজাধিকারে আসিয়া ইংরাজ শক্তিকে অধিকতর গৌরবান্বিত করিয়াছে। ভিন্ন ভিন্ন জাতি আমেরিকার যুক্তরাজ্যে একত্র বাসের দ্বার মিলিত মিশ্রিত হইয়া এক মহাজাতি সংগঠিত করিয়াছে। এই দেশে সকলেই ইংরাজী ভাষায় কথা কহিয়া থাকে । এই দেশে কৃষি-বাণিজ্য শিল্প-বিজ্ঞান অতি দ্রুতগতিতে উন্নতি লাভ করিতেছে। দক্ষিণ আমেরিকায় প্রথমে স্পেনেরই আধিপত্য ছিল। স্পেনবাসিগণ আমেরিকার আদিম অধিবাসিগণের উপর লোমহর্ষক অত্যাচার ও নিষ্ঠুরতা করিয়া সে দেশে উপনিবেশ স্থাপন করিয়াছিল । তপ্ত লৌহের দ্বারা তাহাদিগের ললাটে ফাৰ্দ্দিনন্দ রাজার নাম মুদ্রিত করা হইত, গলিত সীসা মস্তকে বর্ষণপূর্বক তাহাদিগকে বশ্বতা স্বীকার করান হইত। এরূপ অত্যাচারের কাহিনী অন্যত্র কোথাও শ্রত হওয়া যায় না । পরবর্তীকালে সমস্ত দেশগুলিও স্পেনের অধীনতাপাশ হইতে মুক্ত হইল। সমুদায় দক্ষিণ আমেরিকাতে স্পেনের রাজ্য