পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হয়।” আমীর বলিলেন,-“তবে আর তত আড়ম্বরের আবশ্যক নাই। ভারতীয় ভূতসমাজকেই কেবল নিমন্ত্রণ কর।” নানাবিধ চৰ্ব্ব-চােষ্য-লেহ্য-পেয় পান-ভোজনের সামগ্ৰীীরও আয়োজন হইল। মুহুর্তের মধ্যে ভূতেরা অনেক লুচি, অনেক সন্দেশ, অনেক দধি জমা করিয়া ফেলিল। নগরবাসী অনেক লোককে আমীর সেই রাত্ৰিতে নিমন্ত্ৰণ করিয়া আনিলেন। নিমন্ত্রিত ব্যক্তিগণ সমাগত হইল, বিবাহকাৰ্য সমাধা হইল। আমীর নিজে কন্যাদান করিলেন, ব্ৰাহ্মণটি পুরোহিত হইলেন। বিবাহের মন্ত্র তিনি জানিতেন না। সত্য, কিন্তু একটি দীর্ঘ ফোটা কাটিয়া ওঁ-আং করিয়া কোন রকমে সে রাত্রির কাৰ্য সারিলেন। পূর্ণ-যৌবনী ভূতকামিনী ঘ্যাৰ্ঘোপত্নীর রূপমৗধুরী দেখিয়া সকলেরই মন বিমোহিত হইল। একমনে অনিমিষ-নিয়নে সকলে সেই রূপ দেখিতে লাগিলেন। যিনি যত দেখেন, দেখিয়া পিপাসা হৃদয়ে তাহার ততই প্রজুলিত হইল। বরকে সকলে বলিলেন,-“ঘ্যাৰ্ঘো! তুমি অতি ভাগ্যবান পুরুষ যে, এরূপ অমূল্য কন্যারত্নকে লাভ করিলে।” ঘ্যাৰ্ঘো চক্ষু ঠারিয়া ঈষৎ হাসিলেন। বর কি না? অধিক কথা ত’ আর কহিতে পারেন না? তবে সেই ঠার সেই হাসির অর্থ এই—“আমি পূৰ্ব্বেই না বলিয়া ছিলাম, ও রূপ দেখিয়া কার প্রাণ সুস্থির থাকিতে পারে? নিমন্ত্রিত ব্যক্তিগণের আহারাদি-ক্রিয়াও উত্তমরূপে সমাধা হইল। যিনি যত পারিলেন, লুচি ও সন্দেশ তুলিলেন ও পুঁটলি বঁাধিয়া ঘরে লইয়া গেলেন। সভাস্থলেই বাসর-ঘর হইল। বাসর-ঘরে গান র নিমিত্ত সকলে একবাক্য হইয়া তাঁতিকে অনুরোধ করিলেন। পুলকে পুলকিত را সহস্ৰ শ্রোতার সম্মুখে তাঁতি সেই রাত্ৰিতে মনের সুখে গান করিলেন। শ্রোতারা তাহার মুখভঙ্গিমা দেখিয়াই আনন্দলাভ করিতে লাগিলেন। গানের কণামাত্র কাহার র প্রবেশ করিল না। আমীরের অনুরোধে দিল্লীর আবাল-বৃদ্ধ-বনিতা সে ধান হইয়াছিলেন। তুলা দিয়া সকলেই কান একেবারে বন্ধ করিয়াছিলেন । সে কু নৃত্যের অভাব হয় নাই, ভূত-ভূতিনীরা দলে দলে কতই যে নাচিল, তা আর কি । প্রভাত হইবার কিঞ্চিৎ পূৰ্ব্বে মজলিস ভাঙ্গিল। তখন লুলু—জান, ব্ৰাহ্মণ, তাঁতি ও কলুকে ঘরে রাখিয়া আসিলেন । নগরবাসীরা যে যাহার ঘর চলিয়া গেলেন । uीकाe एकादीJाग्री লেখকদল সাবধান ভূত ও ভূতিনীসকল বিদায় হইবার পূৰ্ব্বে আমীরকে তাহারা বলিল,—“মহাশয়!, আপনার সদাচারে আমরা বড়ই প্রীতিলাভ করিয়াছি। যদি কোন বিষয়ে আপনার উপকার করিতে পারি ত” বলুন, আমরা বড়ই সুখী হইব।” আমীর বলিলেন, —“আমার উপকার করিতে যদি নিতান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে তোমাদের বাসনা আমি পূর্ণ করিব। এখান হইতে চারি ক্রোশ দূরে যমুনার কূলে আমার অনেক ভূমি ছিল; তাহার আয় হইতে পুরুষ ত ও মানুষ ट्र्छ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Sata