পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার নেই-আঁকুড়ে দাদা থাকিলে যম আমার এরূপ সাজা দিতে পারিত না। তার আম্পদ্ধার কথা শুনিয়া তোরে আমি এখানে আনিয়াছি। কি করিয়া বোনকে বঁাচাইবি, বাঁচা!” নেইঅাঁকুড়ে দাদা বলিলেন, —“আমার পুণ্যের অৰ্দ্ধেক আমি আমার ভগিনীকে দিলাম। সেই পুণ্য লইয়া আমার ভগিনীকে আপনি খালাস দিন।” নেই-আঁকুড়ের কি পুণ্য আছে দেখিবার নিমিত্ত যম চিত্ৰগুপ্তকে আদেশ করিলেন। খাতাপত্ৰ দেখিয়া চিত্ৰগুপ্ত বলিলেন যে, নেই-আঁকুড়ের পুণ্য কিছুই নাই। রাগিয়া যম বলিলেন,-“শুনূলি তো নেই-আঁকুড়ে তোর একছটােকও পুণ্য নাই। বোনকে তার আবার ভাগ দিবি কি? নেই-আঁকুড়ে উত্তর করিলেন,-“পুণ্য আছে কি না আছে, আপনার এই যমদূতাদিগকে জিজ্ঞাসা করুন!” যম আমাদিগকে জিজ্ঞাসা করিলেন। আমরা বলিলাম,-“হাঁ মহাশয়! পথে আসিতে আসিতে, এখানে দেবালয় করিবার মানস আছে, এখানে স্কুল করিবার মানস আছে, নেই-আঁকুড়ে এইরূপ নানা কথা বলিয়াছিলেন।” যম আরও রাগিয়া উঠিলেন। বলিলেন,-“ভণ্ড। সে সকল কাজ তো তুই করিসূ নাই, কেবল মনে মনে মানস করিলে কি হইবে?” নেই-আঁকুড়ে উত্তর করিলেন,-“আমার ভগিনী আঙটি পাতে ভাত খাইয়ছিলেন, না কেবল মানস করিয়াছিলেন?” যম বলিলেন, —“মানস করিয়াছিল।” নেইআঁকুড়ে বলিলেন,-“তবে? যম বুঝিলেন। যম বুঝিলেন যে, কেবল মানস করিলে যদি পাপের শাস্তি দিতে হয়, তাহা হইলে পুণ্যের ফল দিতে হয়। বে-আইনি করিয়া তিনি যে বিধবার মাথায় ডাঙ্গস মারিতে আজ্ঞা করিয়াছিলেন, যম এখন তাহা বুঝিলেন। বিধাবাকে মুক্ত করিয়া দিবার আদেশ করিলেন। বিষ্ণুদূতেরা আসিয়া বিধবাকে বৈকুণ্ঠে লইয়া গেল। নেই?ಇಂ¶? হইল। তাঁহার গতি হয় নাই। ভূত হইয়া তিনি এখাওঁর্লৈকের উপর উপদ্রব করিতেছেন। কৰ্ত্তা-ভূত অর্থাৎ মিত্তিরজা বলিতেছেন,—যমদূতাদিগের কােজ সারা হইলে পুনরায় তাহারা আমাকে যমালয় অভিমুখে লইয়া চলিল। অনেকক্ষণ পরে যমপুরীতে গিয়া আমরা উপস্থিত। হইলাম। যমদূতেরা যমের সম্মুখে আমাকে খাড়া করিয়া দিল। যম সিংহাসনে বসিয়া আছেন। পাশে খাতাপত্ৰ লইয়া চিত্রগুপ্ত। চারিদিকে শত শত বিকটমূৰ্ত্তি যমদূত। কাহারও হাতে মুগুর, কাহারও হাতে ডাঙ্গস, কাহারও হাতে সাড়াসী। আমার পাপ-পুণ্যের হিসাব দেখিতে যম চিত্রগুপ্তকে আদেশ করিলেন। অনেক খাতপত্র উল্টাইয়া চিত্রগুপ্ত বলিলেন, —“মহাশয়! ইহার পুণ্য তাে কিছুই দেখিতে পাই না, সকলই পাপ! অতি উৎকট উৎকট পাপ! ইহার মত মহাপাতকী পৃথিবীতে আর দ্বিতীয় ছিল না। মরিবার সময় এ যে চান্দ্ৰায়ণটি করে, তাও সব ফাঁকি। যমদূতাদিগকে কষ্ট দিবার নিমিত্ত কেবল মাথাটি নেড়া হইয়াছিল। পুণ্য ইহার কিছুমাত্র নাই, কেবল পাপ। তবে একবিন্দু পুণ্য আছে। এই যে, মৃত্যু হইবার পূৰ্ব্বে একজন ব্ৰাহ্মণকে একটি মর-মর ঐড়ে গরু দান করিয়াছিল। কিন্তু বাছুরটি ব্ৰাহ্মণকে ঘরে লইয়া যাইতে হয় নাই; পথেই শুইল, আর মরিল। মরিয়া সে ঐড়ে বাছুরটি এখন যমপুরীতে আসিয়াছে। ও মানুষ Nòdè లైల్ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro