পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লম্বোদার, গগন, আডিডাধারী মহাশয়, সকলেই হা-হা করিয়া হাসিয়া উঠিলেন। সকলেই বলিলেন,-“বাহবা! বাহবা। মিত্তির-জা! তুমি একজন লোক বটে! কিন্তু নয়ান, মিত্তির-জা! তোমাকে ঠিক কথা বলেন নাই। নাভিকুণ্ডলে মিত্তির-জা যে সিং দিতে বলিবেন, মিত্তির-জা তেমন পাত্র নন। শরীরের অন্যস্থানে সিং দিতে বলিয়াছিলেন। কিন্তু বোধ হয়। ভদ্রসমাজে বলিবার যোগ্য নয়। সেইজন্য বোধ হয় মিত্তির-জা তোমার নিকট আসল কথা গোপন করিয়াছিলেন।” নয়ন উত্তর করিলেন, —“আমারও মনে সে সন্দেহটি উপস্থিত হইয়াছিল। কারণ, যখন এই নাভিকুণ্ডলের কথাটি বলেন, তখন মিত্তিরজা-ভূতের মুখে ঈষৎ একটু হাসির রেখা দেখা দিয়াছিল। যাহা হউক, মিত্তির-জা ভূত কি বলিতেছেন, তাহা শুনা।” মিত্তির-জা ভূত বলিলেন,-আমার আদেশ পাইয়া এঁড়ে গরু, যম ও চিত্রগুপ্তকে তাড়া করিল। ভয়ে দুই জনের প্রাণ উড়িয়া গেল। সিংহাসন হইতে যম লাফাইয়া পড়িলেন। খতাপত্র ফেলিয়া চিত্ৰগুপ্তও লাফাইয়া পড়িলেন। তারপর, এই দীেড়া! দীেড়া! প্ৰাণপণ যতনে cौफ् । কিন্তু দৌড়িয়া যাবেন কোথা? ঐড়ে গরু না-ছােড়-বান্দা! যেখানে দৌড়িয়া পলান, সিং বাগাইয়া সঙ্গে সঙ্গে সেইখানেই আমার ঐড়ে গরু গিয়া উপস্থিত হয়। মিত্তির-জ্বল্প পুণ্য 3) శిక-ల్డర్ বলিতেছেন—যমপুরীর স্ক্রির কােনও স্থলে পলাইয়া যম ও চিত্রগুপ্ত নিস্তার পাইলেন না। যেখানে তাহারা যদিষ্ট আরক্তমূর্ণিত-নয়নে এঁড়ে গরুও সেই স্থলে গিয়া তাহাদিগকে তাড়া করে। যমপুরী ছাড়িয়া উৰ্দ্ধশ্বাসে দুই জনে ইন্দ্ৰেয় ইন্দ্ৰলোকে গিয়া উপস্থিত হইলেন, সেখানেও এঁড়ে গরু সঙ্গে সঙ্গে। শিবের শিবলোকে যাইলেন, সেখানেও এঁড়ে গরু ! ব্ৰহ্মার ব্ৰহ্মলোকে, সেখানেও ঐড়ে গরু! পরিত্ৰাণ আর কোথাও পান না। অবশেষে হাঁপাইতে হাঁপাইতে দুই জনে বৈকুণ্ঠে গিয়া উপস্থিত। যেখানে নারায়ণ শুইয়া আছেন, আর লক্ষ্মী পা টিপিতেছিলেন, গলদঘৰ্ম্ম মুমূর্য্যপ্ৰায় যম ও চিত্রগুপ্ত সেই স্থলে গিয়া উপস্থিত। বৈকুণ্ঠের দ্বারে সুদৰ্শন চক্র ঘুরিতেছিল। এঁড়ে গরু বৈকুণ্ঠের ভিতর প্রবেশ করিতে পারিল না। সিং পাতিয়া দ্বারে দাড়াইল। যম ও চিত্রগুপ্ত বাহির হইলেই তাঁহাদিগকে সিঙে লইয়া ঘুরাইবে। যম ও চিত্রগুপ্তের দুরবস্থা দেখিয়া, নারায়ণ বিস্ময়াপন্ন হইয়া কারণ জিজ্ঞাসা করিলেন। কিঞ্চিৎ সুস্থ হইয়া নারায়ণকে তাঁহার আদ্যোপােন্ত বিবরণ শুনাইলেন। নারায়ণ বলিলেন, “এ মানুষটি দেখিতেছি, সাধারণ মানুষ্য নয়। ইহাকে মিষ্ট কথা বলিয়া বশ করিতে হইবে। তা না দেশে দেশে আমাদিগকে ফকীর হইয়া বেড়াইতে হইবে। চল, আমরা এখন সকলে সেই মানুষটির কাছে যাই।” যম বলিলেন,-“দ্বারে সেই ঐড়ে গরু দাড়াইয়া আছে। বাহির হইলেই আমাদের সে নিগ্ৰহ করিবে। আপনি গিয়া সেই মিত্তির-জাকে সান্তুনা করুন, আমরা এই স্থলে বসিয়া থাকি।” ଓ artiୋଷ୍ଠ సిలి ट्रछ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro