পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধকার সংসার পুনরায় আলোকিত হউক।” এইরূপ তুতি-বিনতি শুনিয়া বিজয়ার মনে দয়া হইল, ভারতসিংহের দুৰ্দশা শুনিয়া অতিশয় দুঃখিত হইলেন। বীরবালার হস্তে কমলাকে সমৰ্পণ করিলেন। বীরবালা তাহার কে হন, তাহা শুনিয়া কমলার আর আহাদের অবধি রহিল না। মাতা, পিতা, ভাই, বন্ধু সকলের মুখ দেখিবেন, সেজন্য কমলার মনে অপাের আনন্দের উদয় হইল। বীরবালার গলা ধরিয়া কমলা কত কাঁদিলেন, কত হাসিলেন। ষষ্ঠ অধ্যায় পোষড়ার পিঠে কমলাকে লইয়া বীরবালা দেশে প্রত্যাগমন করিলেন। নিকটস্থ নগরে থাকিয়া পিতাকে সংবাদ দিলেন। জবরদস্তসিংহ সেই স্থানে উপস্থিত হইলেন । কন্যাকে পাইয়া, কমলাকে দেখিয়া জবরদস্তসিংহের আর সুখের পরিসীমা রহিল না। কমলাকে দেখাইয়া, যথাবিধি উপায় করিয়া, ধৰ্ম্মদত্তকে কারাবাস হইতে মুক্ত করিলেন। অবশেষে , বীরবালা ও কমলাকে সঙ্গে লইয়া তিনি ভারতসিংহের ভবনে উপস্থিত হইলেন। ংহ, বীরবালার পুনরাগমন, কমলালাভ, ধৰ্ম্মের মুক্তি, এতদিন সকল কথা গােপূনর্গুখিয়াছিলেন। আজ সকলকে লইয়া সহসা ভারতসিংহের বাটীতে উপস্থিত হইলেন। গুন্টু”কন্যা ও পুত্রবধু দেখিয়া ধর্মের মাতা স্বর্গ যেন হাত বাড়াইয়া পাইলেন। অমাবস্যা বাবাড়ীর মাথায় যেন বজ্ৰাঘাত হইল। তিনি ভারতসিংহকে বলিলেন,-“আপনার এ পুত্র, কন্যাঞ্জে পুত্রবধূকে কিছুতেই ঘরে লওয়া হইবে না। এই কথা শুনিয়া জবরদস্তসিংহ আর ক্ৰোধ সংবরণ করিতে পারিলেন না। বাবাজীর চিমটাটি সেই স্থানে পড়িয়াছিল; চিমটার অগ্রভাগ অগ্নির ভিতর ছিল। অগ্নির উত্তাপে চিমটার অৰ্দ্ধাংশ ঘোর রক্তবণ হইয়াছিল! জবরদস্তসিংহ সেই চিমটাটি তুলিয়া লইয়া, তাহার অগ্রভাগ দ্বারা অমাবস্যা বাবাজীর নাক ধরিলেন। বাবাজীর নাসিকা পড় পড়া শব্দে পুড়িতে লাগিল। তাহা হইতে দারুণ দুৰ্গন্ধময় ধূম নিৰ্গত হইতে লাগিল। যন্ত্রণায় বাবাজী চীৎকার করিতে লাগিলেন। আর যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া, বাবাজী আপনার পৃষ্ঠে পক্ষীর মত পাখা বাহির করিলেন। অবশেষে জানােলা দিয়া উড়িয়া পলাইলেন। সকলে আশ্চৰ্য্য হইলেন। সকলে তখন বুঝিলেন যে, অমাবস্যা বাবাজী মনুষ্য নন। অমাবস্যা বাবাজী যেই উড়িয়া যাইলেন, আর ভারতসিংহ যেন চমকিত হইয়া ঘোর নিদ্রা হইতে জাগরিত হইলেন। নিৰ্ব্বাণ-প্ৰাণ তাঁহার চক্ষু দুইটিতে পুনরায় আলোকের সঞ্চার হইল, তাহার মুখ প্ৰভাময় হইল। সহসা ভারতসিংহের যেন পুনরায় নবযৌবনের উদয় হইল। ধৰ্ম্মদত্ত, বীরবালা ও কমলাকে তিনি সাদরে কোলে করিলেন। মোহবশতঃ অন্ধ হইয়া স্ত্রী-পুত্ৰকে নানারূপ ক্লেশ দিয়াছিলেন, দেবদুর্লভ ধৰ্ম্ম হেন পুত্র ও কমলা হেন কন্যারত্নকে তিনি বিসর্জন দিয়াছিলেন, সেজন্য ভারতসিংহ এক্ষণে মনোদুঃখে অতিশয় কাতর হইলেন, আকুল হইয়া মনের বেদনায় তিনি কাদিতে লাগিলেন । Robr află cios (gs se - www.amarboi conf**