পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালিকাটি উত্তর করিল,-“আজ্ঞা, হাঁ! আমার নাম বীরবালা বটো! আপনি আমার নাম কি করিয়া জানিলেন?” এই কথা বলিতে বলিতে বালিকাটির পিতা এবং তদীয় পরিবারবর্গ সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। পরিচয় পাইয়া দেবীসিংহ জানিতে পারিলেন যে, তাহারাই তাহার শ্বত্তর ও শ্বশুরবাড়ীর লোক, বালিকাটি তাঁহার স্ত্রী। আর দেখ আশ্চর্য্যের কথা কি বলিব! এই যে বালিকা বীরবালা তাঁহার স্ত্রী ইনি যেন সেই বীরবালা” সেই স্বপ্লের বীরবালা। অদ্ভুত মানিয়া দেবীসিংহ গাছপানে পুনরায় চাহিয়া দেখিলেন। গাছের উপর বীর হনুমান বসিয়া হাসিতেছেন। দেবীসিংহ তাহাকে প্ৰণাম করিলেন। সাদৱে শ্বশুর ও তাঁহার পরিবারবর্গকে দেবীসিংহ বাটী লইয়া যাইলেন। বীরবালার রূপে, বীরবালার গুণে দেবীসিংহের পিতামহী ও আত্মীয়স্বজন, প্রতিবাসিগণ মুগ্ধ হইলেন। পৌষপাৰ্ব্বণের সময় গৃহে কুটুম্বোরা সমাগত হইয়াছেন। পিতামহী কত চাউল কুটিলেন, কত ডাউল বাটিলেন, কত নারিকেল কুরিলেন। নানাবিধ পিষ্টক করিয়া কুটুম্বদিগকে আহার করিতে দিলেন। এই বীরবালার গল্পটি যাহারা মনোযোগ দিয়া পাঠ করেন, চিরদিন তাঁহাদের ঘরে পৌষপাৰ্ব্বণের আনন্দ বিরাজ করে, তাঁহাদের গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro