পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাবু আমাকে বলিল,— “মহাশয়! এইরূপ কথা উঠিবে বলিয়াই আমি সমস্ত দিন ডাক্তার আনিতে দিই নাই। যাই হউক, আমি সত্য সত্য আপনাকে বলিতেছি যে, কুসী। আমার বিবাহিতা স্ত্রী। বাপ রে! আপনি যা মনে করিতেছেন, কুসী। যদি তা হইত, তাহা হইলে এ প্ৰাণ কি আমি রাখিতে পারিতাম? আমার কুসী পাপিনী! একথা ভাবিতে গেলেও আমার বুক ফাটিয়া যায়। ভিতরের কথা এই যে, পিতার অমতে আমি কুসীকে বিবাহ করিয়াছি; অর্থাৎ কি না, আমার পিতা এ কথার বিন্দুবিসর্গ জানেন না। আমার পিতা বড় দৃঢ়প্ৰতিজ্ঞ তেজস্বী ব্যক্তি। তাহাকে না বলিয়া আমি এই কাজ করিয়াছি। তিনি জানিতে পারিলে বোধ হয়, আমার বিশেষ ক্ষতি হইবে। আমাদের, অন্ততঃ আমার নিবাস বঙ্গদেশ। আমি কলেজে অধ্যয়ন করি! তিনি হয়ত আমার খরচপত্র বন্ধ করিয়া দিবেন। তখন আমি কি করিব? সেইজন্য মনে করিয়াছি যে, এবার বিএল পরীক্ষা দিয়া যখন দেশে যাইব, তখন পিতাকে সকল কথা বলিব। তখন পিতা বাড়ী হইতে দূর করিয়া দেন দিবেন। বি-এল পরীক্ষা দিতে পারিলে, ওকালতী করিয়া কি অন্য কাজ করিয়া কোনমতে কুসীকে প্রতিপালন করিতে পারিব। এক্ষণে আপনাকে মিনতি করি যে, আর অধিক কথা আমাকে জিজ্ঞাসা করিবেন না। কি করিয়া আমি আঘাতপ্ৰাপ্ত হইয়াছি, তাহাও জিজ্ঞাসার প্রয়োজন নাই।” বাবুর এই সকল কথা শুনিয়া আমার সন্দেহ দূর হইল। কুসীকে একবার আমি বাহিরে যাইতে বলিলাম। কুসী অন্তরালে গমন করিলে, আমি বাবুকে পুনরায় বলিলাম,-“একে বিদেশ, তোমার এ স্থানে পরিচিত লোক কেহ নাই, তাহার উপর তুমি এইরূপ গুরুতর আহত হইয়াছ। যদিও সে ভয় নাই, তথাপি দৈবের কথা কিছুই বলিতে পারা যায় না। যদি - SS 2 JOŠ কি হইবে? এ অবস্থায় হয় তোমার ক তারযোগে সংবাদ প্রেরণ করা র তুমুৰ্ভুিভাবকবৰ্গকে সংবাদ দিতে পারি না। কেন পারি না, তাহা পূৰ্ব্বেই বলিয়াছি। কুসীর অভিভাবক কেহ নাই; একমাত্র মেসোমহাশয় আছেন; তিনি শয্যাধরা পীড়িত। যদি আমার ভালমন্দ হয়, তাহা হইলে মহাশয় অনুগ্ৰহ করিয়া একখানি টিকিট কিনিয়া, স্ত্রীলোকের গাড়ীতে কসীকে বসাইয় দিবেন। কুসী দেশে চলিয়া যাইবে। কোথাকার টিকিট কিনিতে হইবে, কুসী। তখন আপনাকে বলিয়া দিবে। কিন্তু বিপদ ঘটিবার কোনরূপ সম্ভাবনা আছে কি?” আমি উত্তর করিলাম,-“না, সে ভয় নাই, এরূপ আঘাতে কোন ভয়ের কারণ নাই।” তাহার পর আমি বালিকাকে ডাকিয়া বলিলাম,-“তোমার স্বামী পীড়িত, এ অবস্থায় তোমার একেলা থাকা উচিত নয়; তোমার কাছে থাকে, এমন লোক এখানে কি কেহই नाई।" বালিকা উত্তর করিল,-“মালীর স্ত্রী আমাদের কাজকৰ্ম্ম করে; কিন্তু সে রাত্রিতে থাকে না। তাহার ছোট ছোট ছেলে-পিলে আছে; সন্ধ্যা হইলেই সে চলিয়া যায়।” আমি বলিলাম,-“আমার একজন বৃদ্ধ চাকর আছে। আমার নিকট সে অনেকদিন আছে; যদি বলা ত’ তাহাকে আমি পাঠাইয়া দিই; কিন্তু পথ চিনিয়া সে আসিবে কি করিয়া, আমি তাই ভাবিতেছি।” বাবু বলিল,—“রাত্ৰিতে এ স্থানে কেহ থাকে, তাহা কি নিতান্ত প্রয়োজন?” RSS দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.configািক্যনাথ রচনাসংখ্যাই