পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি উত্তর করিলাম,-“নিতান্ত প্রয়োজন নয়, তবে এই অল্পবয়স্ক বালিকা একেলা থাকিবে, তাই বলিতেছি।” বাবু বলিল,-“তবে কাজ নাই, কাহাকেও পাঠাইতে হইবে না।” অষ্টম পরিচ্ছেদ আমি ঘোর অপরাধী আমি পুনরায় বলিলাম,-“আর একটি কথা আছে; রাত্রিতে যাহাতে ভালরূপ তোমার নিদ্রা হয়, আমি সেই প্রকার কোনরূপ ঔষধ তোমাকে দিব। কারণ, জুর যাহাতে না হয়, সে বিষয়ে সাবধান হইতে হইবে। আমার ব্যাগে সেরূপ ঔষধ নাই। কোন ডাক্তারখানায় গিয়া সে ঔষধ আনিতে হইবে। কে সে ঔষধ আনিবে? আমি নিজে না হয় ডাক্তারখানা হইতে ঔষধ লইলাম; কিন্তু কাহা দ্বারা পাঠাইয়া দিব? আমার চাকরকে দিয়া পাঠাইতে পারিতাম; কিন্তু সে পথ চিনিয়া আসিতে পরিবে না। আমরাও এখানে কেবল দুইদিন আসিয়াছি। আমার চাকর একে বৃদ্ধ, তাহাতে পথঘাট জানে না। এ রাত্রিকালে কিছুতেই সে এতদূর আসিতে পরিবে না।” এই কথা শুনিয়া কুসী বলিল,—“আপনার সঙ্গে হয়। যাই।” বাবু বলিল,-“তা কি কখন হয়? এত রায় তোমাকে আমি ততদূর পাঠাইতে পারি না। প্রাণের আশঙ্কা হইয়াছিল, তাই এক্সর পাঠাইয়াছিলাম! কাশী স্থান! এ রাত্রিতে আবার তোমাকে পাঠাইতে পারি না।” (পূৰ্হঃ কুসী। আমার পানে চাহিল। তাহার দোষ আমার, এইভাবে কুসী অ জুর আসে, তাহা হইলে কি হইবে?” কথাগুলিতে যেন আমার প্রতি ভৎসনার ভাব মিশ্রিত ছিল। কিন্তু কুসী। যাহা বলে, তাহাই মিষ্ট। কুসীর উপর রাগ করিবার যো নাই! ক্ষুধায় আমি প্ৰপীড়িত হইয়াছিলাম, রাত্রি অধিক হইয়াছিল। এক ক্রোশের অধিক পথ চলিয়া আমি শ্ৰান্ত হইয়াছিলাম। কিন্তু কুসীর কঁদ-কঁদ মুখ ও ছলছল চক্ষু দেখিয়া সেসব আমি ভুলিয়া যাইলাম। আমি বলিলাম,-“আচ্ছা, তবে আমিই না হয়। আর একবার আসিব । ডাক্তারখানা হইতে ঔষধ লইয়া, আমি নিজেই পুনরায় আসিব ।” বাবু বলিল,-“তা কি কখন হয়! অনুগ্রহ করিয়া আপনি যে একবার আসিলেন, তাহাই যথেষ্ট । পুনরায় আপনাকে আমি কষ্ট দিতে পারি না।” কুসী বলিল,—“ঔষধ না আনিলে চলিবে কেন? যদি তোমার জুর হয়, তখন কি হইবে?” কুসীর সকলতাতেই আব্দার। তাহার বাবুর অসুখ!—পৃথিবীশুদ্ধ লোকের বাবুর জন্য পরিশ্রম করা উচিত, কুসীর ইচ্ছা এইরূপ। যাহা হউক, ঔষধ লইয়া আমাকেই পুনরায় আসিতে হইবে, তাহাঁই স্থির হইল। আসিবার সময় বাবু আমার হাতে একখানি কুড়ি টাকার নোটি গুজিয়া দিল। বাবু বলিল-“এই রাত্ৰিতে আপনাকে বড় কষ্ট দিয়াছি। যাহা দিলাম, তাহা আপনার উপযুক্ত নহে। ফোকুলা দিগম্বর গুঞ্জ মৃদুত নয়নযুগল ছলছল করিয়া আসিল । যেন যত —“ঔষধ না খাইলে বাবুর যদি নিদ্ৰা না হয়! যদি w sNAls viði (SS BS! ro www.amarboi.com ro &::