পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থাকিতে রসময়বাবুর সহিত আমার সেইরূপ ঘনিষ্ঠতা হইয়াছিল। অবশ্য একথা বলা বাহুল্য যে তাহার নাম প্রকৃত রসময় নহে। এই গল্পে যে সমুদায় নামের উল্লেখ হইতেছে, তাহা প্রকৃত নহে। কারণ, অন্ততঃ দুইটি সংসারের কথা ইহাতে রহিয়াছে। প্রকৃত নাম দিয়া লোকের সংসারের কথা সাধারণের সমক্ষে প্ৰকাশ করা উচিত নহে। দূর হইতে রসময়বাবু আমাকে দেখিয়া তাড়াতাড়ি আসিয়া আমার হাত ধরিলেন। আমি জিজ্ঞাসা করিলাম,- “রসময়বাবু! আপনি এখানে কি করিয়া আসিলেন?” রসময়বাবু উত্তর করিলেন- “কেন? আপনি শুনেন নাই? আমি পঞ্জাবে বদলি হইয়াছি। প্রথম একটি বড় ছাউনিতে আমাদের আফিস ছিল। এক্ষণে সীমান্তে সামান্য একটি স্থানে আছি। কিন্তু যাদববাবু! আপনি এ স্থানে কি করিয়া আসিলেন?” আমি বলিলাম— “পেনসন লইয়া আপনাদের নিকট হইতে চলিয়া আসিলাম । তাহার পর দিনকতক দেশে রহিলাম। ম্যালেরিয়াজুরে বড়ই ভুগিতেছিলাম, সেজন্য পশ্চিমে বেড়াইতে আসিয়াছি।” রসময়বাবু পুনরায় বলিলেন, — “আর শুনিয়াছেন? না,-বলিলে আপনি উপহাস করিবেন, আপনাকে সে কথা বলিব না।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কি কথা? উপহাস করিবার কি কথা আছে?” রসময়বাবু উত্তর করিলেন,- “আমি পুনরায় বিবাহ করিয়াছি। এই বয়সে পুনরায় বিবাহ করিয়াছি।” আমি বলিলাম,- “তবে বৰ্ম্মণীকে ভুলিয়া গিয়াছেন?” তাহার শোকে সেদিন যে ক্ষিপ্তপ্রায় হইয়াছিলেন?” ব্ৰহ্মদেশে থাকিতে রসময়বাবুর স্ত্রী-পুত্র-পরিবার ছিল না। বহুদিন পূৰ্ব্বে তাঁহার স্ত্রী-বিয়োগ হইয়াছিল। ব্ৰহ্মদেশের একজন স্ত্রীলোক লইয়া সে স্থানে তিনি ঘর-সংসার করিয়াছিলেন। রসময়বাবুর আর একটি দোষ ছিল। অতিরিক্ত পান-দোষটাও তাঁহার ছিল। সেইজন্য পূৰ্ব্বেই বলিয়াছি যে, আমার সহিত তাঁহার বিশেষ মিত্রতা ছিল না। তাঁহার স্বভাব একরূপ, আমার স্বভাব অন্যরূপ। ব্ৰহ্মদেশে থাকিতে পুনরায় বিবাহ করিবার নিমিত্ত দুই-একবার তাঁহাকে আমরা অনুরোধ করিয়াছিলাম; কিন্তু বৰ্ম্মণী তাঁহার সংসারে সদাচারে থাকিয়া একপ্রকার স্ত্রীর ন্যায় ঘনকান্না করিতেছিল। পাছে তাহার প্রতি নিষ্ঠুরতা হয়, সেজন্য রসময়বাবুকে বিবাহ করিবার নিমিত্ত আমরা জোর করিয়া বলিতে পারি নাই। আর জোর করিয়া বলিলেই বা তিনি আমাদের কথা শুনিবেন কেন? আমি পেনসন লইয়া ব্ৰহ্মদেশ হইতে চলিয়া আসিবার অল্পদিন পূৰ্ব্বে বৰ্ম্মণীর মৃত্যু হয়। সেই শোকে রসময়বাবুরক্ষিপ্তপ্রায় হইয়াছিলেন। রসময়বাবু বলিলেন, সত্য বটে, বৰ্ম্মণীর শোকে আমি ক্ষিপ্তপ্রায় হইয়াছিলাম। পুনরায় বিবাহ করিবার কারণও তাই। মন আমার যেন সৰ্ব্বদাই উদাস থাকিত। সংসারে আমার কেহ।। ·::9 afraig -iibg gis so! - www.amarboicomf287'********