পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এখন আমাদের দুইটি পয়সা নয়, দুইটি মোহর। তুমি বুঝি রামপদদের বাড়ীতে আসিয়াছ?” যুবক উত্তর করিল,-"হাঁ গো, আমি রামপন্দর বন্ধু। কলিকাতায় আমরা এক বাসায় থাকি, এক কলেজে পড়ি। এবার পূজার ছুটীর সময় আমি বাড়ী যাই নাই। রামপদ আমাকে এ স্থানে ধরিয়া আনিয়াছে।” মাসী বলিলেন, —“কলিকাতা হইতে রামপন্দর একজন বন্ধু আসিয়াছে তা শুনিয়াছি; কিন্তু তোমাকে দেখি নাই। তোমাদের বাড়ী কোথায়?” যুবক উত্তর করিল,—“আমাদের বাড়ী বাঙ্গাল দেশে। আমরা হ্যান ক্যান করিয়া কথা বলি। বাঙ্গাল কথা কখনও শুনিয়াছ কুসী? মেয়েটির নাম বুঝি কুসী?” বাঙ্গাল কথার নাম শুনিয়া কুসী ঈষৎ হাসিল, কিন্তু কোন উত্তর করিল না। মস্তক অবনত করিয়া সে পায়ের নখ খুঁটিতে লাগিল। : মাসী বলিলেন, —“হাঁ, বাছা! ছয় দিনের মেয়ে আমার হাতে দিয়া, কুসীর মা চলিয়া গিয়াছে। আমি ইহাকে প্রতিপালন করিয়াছি। আমরাই ইহার নাম কুসুমকুমারী রাখিয়াছি। দুঃখের কথা বলিব কি, বাছা! ইহার বাপ বেশ দু-পয়সা রোজগার করে, কিন্তু মেয়ের খোজখবর কিছুই লয় না। এই এতবড় মেয়ে হইল, এখনও ইহার আমরা বিবাহ দিতে পারি নাই। একবার সাগর গিয়া, আমি বাঙ্গাল দেশের মানুষ দেখিয়াছিলাম। কিন্তু তোমার কথা খুব মিষ্ট, শুনিলে প্ৰাণ শীতল হয়। তোমার নাম কি বাছা?” སྣ་བུག་བྱ། གཉིས་ལ་ལག་ཕྱིས་ཀུ་ཡ་ལ་ཤཱཤུཁབi, ལོ་ཙཱལ། " এইরূপ কথাবাৰ্ত্তার পর হীরালাল চলিয়া গেল। @ সে রাত্রিতে কুসীর অনেকক্ষণ পৰ্যন্ত কি নিদ্রান্তৰ্ভুর্সে নাই? হীরালালের মুখ বার বার তাহার মনে কি উদয় হইয়াছিল? হীরালাল কখন কিংবলিয়াছিল, তাহার মনে অঙ্কিত হইয়াছিল? আবার হীরালালুড্‌ন্সিবে কি না, আবার তাহার সহিত দেখা হইবে কি না, -একথা সে কি বার বার ভাবিয়ান্টু পাছে তাহার সহিত আর দেখা না হয়, সেই চিন্তা করিয়া তাহার চক্ষুদ্বয় কি ছলছল করিয়াছিল? হীরালাল ব্ৰাহ্মণ, বীডুয্যে। ইহা শুনিয়া কুসীর মনে কি কোনরূপ আশার সঞ্চার হইয়াছিল? আমি এ সকল প্রশ্নের উত্তর দিতে পারি না । অষ্টম পরিচ্ছেদ 3|Novo (pjši এক প্রতিবাসীর পুত্রের নাম রামপদ। রামপদ কলিকাতায় থাকিয়া কলেজে বিদ্যা অধ্যয়ন করে। হীরালাল ও রামপদ এক বাসায় থাকে, এক কলেজে পড়ে; দুই জনে বড় ভাব। এবার পূজার ছুটীতে হীরালাল দেশে গমন করে নাই। অনেক অনুরোধ করিয়া, রামপদ তাঁহাকে আপনার বাটীতে আনিয়াছে। SqGfo দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicom 25?"