পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার মূৰ্ত্তি দেখিয়া, সকলে অবাক হইয়াছিল; এখন তাঁহার কণ্ঠস্বর শুনিয়া সকলে আরও অবাক হইল। আৰ্দ্ধভগ্ন গুরু-গাষ্ঠীর স্বর! কিসের সহিত সে স্বরের তুলনা করিব? ছেড়া জয়ঢাকের শব্দের সহিত? এতিক্ষণ ঘরের ভিতর কত গোলমাল হইতেছিল; কুসুমের চৈতন্য উৎপাদনের নিমিত্ত কত লোক কত ঔষধের কথা বলিতেছিল; তাহার পর বিবাহের কথা, সন্ন্যাসী মহাস্তের কথা;-সকলেই একসঙ্গে নানারূপ কথোপকথন করিতেছিল। কিন্তু এখন তাহার সেই কণ্ঠস্বর শুনিয়া, সকলেই একেবারে নিস্তব্ধ হইল। পিপীলিকার পদশব্দটি পৰ্যন্ত ঘরে আর রহিল না । গলাভাঙ্গা স্ত্রীলোকটি পুনরায় বলিলেন,- “কৈ! সে ফোকলা মুখপোড়া কোথায়?” আমার নিকটে বসিয়া, ফোকলা মহাশয় একদৃষ্টি কুসী ও সন্ন্যাসীর মুখপানে চাহিয়া পাখা নাড়িতেছিলেন। “ফোকলা মুখপোড়া কোথায়?” এই গন্ত্রর শব্দ শুনিয়াই তাঁহার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গেল। আমার পশ্চাৎ দিকে তিনি লুকাইতে চেষ্টা করিলেন। স্ত্রীলোকটি কে, তখন আমি বুঝিতে পারিলাম, ফোকলাকে আমি লুকাইতে দিলাম না। আমার পশ্চাৎ দিকে তিনিও যত সরিয়া আসেন, আমিও তত সরিয়া যাই। ইতিমধ্যে সেই স্ত্রীলোকের দৃষ্টি তাঁহার উপর পড়ল। তিনি বলিলেন,-“এই যে পোড়া মুখ লুকাইতেছেন। হ্যারে! ড্যাকরা এ সব তোর কি কারখানা বলা দেখি?” দিগম্বরবাবু বলিলেন, —“কেও! মনুর মা! তুমি কোথা হইতে?“ গলা-ভাঙ্গা উত্তর করিলেন,- “আমি কোথা হইতে! আমি যমের বাড়ী হইতে! তোর নড়া विनी!" সকলের দৃষ্টি এখন বিন্দীর উপর পড়ল। বিন্দী গলা-ভাঙ্গার সংসারে চাকরাণী ছিল। স্ত্রীপুরুরে যুদ্ধের সময় বিন্দী, গৃহিণীর বিশেষরূপ সহায়তা করিত। সেজন্য গলা-ভাঙ্গা তাহাকে বড় ভালবাসিতেন! বিন্দী এখন সেতোগিরি করে। রসময়বাবুর অফিসের (পাঞ্জাবী নহে) হিন্দুস্থানী চাপরাসীকে সম্মুখে পাইয়া, বিন্দী তাঁহাকে পরিচয় দিতে আরম্ভ করিল। বিন্দী বলিল,- “এই দেখ দেখি গা! মিনূসের একবার আক্কেল! আর একবার অমনি করিয়াছিল। তোর বয়স হইয়াছে। ঘরে আমন গিনী রহিয়াছে! কেন, আমার গিনী-মা দেখিতে মন্দ কি? চক্ষের কোল একটু বসিয়া গেছে, এই যা! তোর ছেলে রহিয়াছে! মেয়ে রহিয়াছে! নাতি রহিয়াছে! নাতিনী রহিয়াছে! তোর আবার বে কেন?” V,, হিন্দুস্থানী চাপরাসী কোন সময়ে কলিকাতা আসিয়াছিল, সেজন্য বাঙ্গালা ভাষা সে অতি সুন্দর জানিত। বিশুদ্ধ বাঙ্গালায় সে বলিল,— “হামিও সেই বাত বলি। বুঢ়ো আদূমির আবার বিন্দী বলিল,— “দুর মুখ-পোড়া! না, তামাসার কথা নয়। প্ৰয়াগে থাকিতে বুড়া আর S “ካዩ› fi:Ilă zi, o go sel - www.amarboi conf**