পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি মনে করিলাম যে, মাসী বোধ হয়। হারাণবাবুর বাড়ীতে গিয়াছেন। সেই পথ ধরিয়া হারাণবাবুর গৃহ অভিমুখে আমি গমন করিতে লাগিলাম। গ্ৰীষ্মকাল। সুন্দর চন্দ্রালোকে দিনের মত পথ-ঘাট আলোকিত হইয়াছিল। সেজন্য পথ চলিতে আমার কষ্ট হইল। না। কুসুমের মাসী বাটী হইতে হঠাৎ কেন বাহির হইলেন, সেই কথা আমি ভাবিতে লাগিলাম। কুসীর তিনি বিধবা-বিবাহ দিতেছেন। এই কথা প্রকাশ হইবার কোনরূপ সূচনা হইয়া থাকিবে, সেই ভয়ে বোধ হয়, তিনি বাটী হইতে বাহির হইয়াছেন। মনে মনে আমার এইরূপ সন্দেহ হইল । যাহা হউক, দিগম্বরবাবুর সহিত কুসীর যে বিবাহ হইল না, সেজন্য আমি আহাদিত হইলাম। আহাদ আর কি করিয়া বলিব? মৃত হীরালালকে তো আর ফিরিয়া আনিতে পারিব না। সন্ন্যাসীঠাকুর আপাততঃ কুসীর চেতনা উৎপাদন করিলেন। তাহাকে সম্পূর্ণরূপে ভাল করিলেও তিনি করিতে পারেন। কিন্তু তাহাতে আর আহাদ কি? এ জীবনে কুসীর আর সুখ হইবে না! চিরকাল তাহাকে দুঃখে কাটাইতে হইবে! এইরূপ ভাবিতে ভাবিতে আমি পথ চলিতে লাগিলাম। কিছুদূর গিয়াছি, এমন সময়ে দেখিলাম যে, ষ্টেশনের দিক হইতে একখানি এক্কা আসিতেছে। রসময়বাবুর বাসা হইতে ষ্টেশন প্ৰায় তিন মাইল পথ। আমাকে দেখিয়া এক্কাওয়ালা জিজ্ঞাসা করিল,— “বাবু, ভাড়া হবে।” আমি জিজ্ঞাসা করিলাম,- “আমি হারাণবাবুর বাড়ী যাইব, সে স্থান হইতে পুনরায় রসময়বাবুর বাটীতে ফিরিয়া আসিব। কত নিবি?” (S) ভাড়া চুক্তি হইল। আমি এক্কার উপর উঠিলাম। ঘোড় যে, এইমাত্র সে একজন বাঙ্গালী স্ত্রীলোককে ষ্টেশনের আমি জিজ্ঞাসা করিলাম,—“কি?” 4, এক্কাওয়ালা উত্তর করিল,- “ র্ব একজন বাঙ্গালী স্ত্রীলোক আমার এক্কা ভাড়া করিয়াছিলেন। আমি তাহাকে র্যা যাইলাম। সে স্থানে উপস্থিত হইয়া, তিনি আমাকে লাহােরের টিকিট কিনিয়া দিতে । প্ৰাতঃকালে পাচটার সময় গাড়ী যায়। টিকিটবাবু এখন আমাকে টিকিট দিলেন না। ষ্টেশনের নিকট যে সরাই আছে, স্ত্রীলোকটিকে আমি সেইস্থানে রাখিয়া আসিলাম। ভেটিয়ারাকে বলিয়া আসিয়াছি, পাচটার সময় সে তাঁহাকে Dिकि किनिया निल।" স্ত্রীলোকটি কিরূপ, তাহার বয়স কত, সেইসব কথা আমি এক্কাওয়ালাকে জিজ্ঞাসা করিলাম। যেরূপ বিবরণ সে আমাকে দিল, তাহাতে আমি নিশ্চয় বুঝিলাম যে, সে স্ত্রীলোকটি কুসীর মাসী ব্যতীত অন্য কেহ নয়। হারাণবাবুর বাটী না গিয়া, এক্কাওয়ালাকে আমি ষ্টেশনের নিকট সেই সরাইয়ে যাইতে বলিলাম। পুরস্কারের লোভে এক্কাওয়ালা দ্রুতবেগে এক্কা হাঁকাইয়া দিল। আমি পুনরায় এই কথা সকলকে বলিয়া রাখি যে, যে স্থানে এই সমুদয় ঘটনা ঘটিয়াছিল, তাহার প্রকৃত নাম আমি দিই নাই। স্থান সম্বন্ধে আমার কেহ কোনরূপ ভুল ধরিবেন না। ষ্টেশনের নিকট সেই পান্থশালায় গিয়া আমি উপস্থিত হইলাম। পান্থ-নিবাসের প্রাঙ্গণে, একটি খাটিয়ার উপর গালে হাত দিয়া বসিয়া কুসীর মাসী ভাবিতেছিলেন। এক্কা দাঁড়াইয়া রহিল। আমি সেই খাটিয়ার একপার্শ্বে গিয়া উপবেশন করিলাম। মাসী আমাকে দেখিয়া চমকিয়া উঠিলেন । আমি তাঁহাকে বলিলাম,-“এ কি আপনি ভাল কাজ করিয়াছেন? এখন বাড়ী চলুন।”

    • firls six g3 &g! a www.amarboicom a Sabrð