পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাসী উত্তর করিলেন,-“আমি এ পোড়া-মুখ আর কাহাকেও দেখাইব না। আমি কাশী চলিয়া যাইব । সে স্থানে ভিক্ষা মাগিয়া খাইব ।” আমি বলিলাম,-“কাশী যাইতে হইবে কেন? হইয়াছে কি? আপনার সে কথা তো প্ৰকাশ হয় নাই! তবে আপনার ভাবনা কি?” আশ্বৰ্য্যান্বিত হইয়া মাসী আমাকে বলিলেন,-“প্রকাশ হয় নাই! তুমি পাগল না কি?” আমি উত্তর করিলাম,-“না, আমি পাগল নই। পাগলের লক্ষণ আমাতে আপনি কি দেখিলেন? আমি সত্য বলিতেছি, আপনার সে কথা প্ৰকাশ হয় নাই? অন্ততঃ আমি কাহাকেও কোন কথা বলি নাই। তাহার পর, আপনি যে কাজ করিতেছিলেন, তাহা স্থগিত হইয়া গিয়াছে। দিগম্বরবাবুর সহিত কুসীর আর বিবাহ হইবে না। তবে আর আপনার ভয় কি? বাড়ী চলুন।” মাসী উত্তর করিলেন,-“তুমি পাগল।” কুসুমের মাসী এরূপ কথা বলিলেন কেন, ইহার অর্থ আমি কিছুই বুঝিতে পারিলাম না। কুসুমের যে একবার বিবাহ হইয়াছিল, আমি ব্যতীত উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আর কেহ কি সে কথা অবগত আছে? পাছে সে প্রকাশ করে, সেই ভয়ে কি মাসী বাটী হইতে পলায়ন করিয়াছেন? কিন্তু যখন বিবাহ হইল না, তখন আর বিশেষ ভয়ের কারণ কি? কুসুমের পূর্ববিবাহ গোপন করিয়া মাসী এই কাণ্ড করিয়াছেন; সে কথা শুনিলে রসময়বাবু যে রাগ করবেন, সে বিষয়ে আর কোন সন্দেহ নাই। কিন্তু দৈব ঘটনায় যুখন বিবাহ বন্ধ হইয়া গিয়াছে, তখন ਕਿ কৃপাবার বার অনুরোধ করিলাম। কিন্তু তিনি ধ্ৰুঝিলাম যে, ইহার মন হইতে ভয় দূর করিতে একটু সময় লাগিবে। সেজন্য এ চাপা দিয়া, পুনরায় আমি সেই পূৰ্ব্ব কথার উল্লেখ করিলাম । আমি বলিলাম, - “আচ্ছা! ভাল! আপনি যদি একান্তই কাশী যাইবেন, আর আমি যদি উচিত বিবেচনা করি, তাহা হইলে টিকিট কিনিয়া, আমিই না হয় আপনাকে গাড়ীতে বসাইয়া দিব। কিন্তু গাড়ীর এখনও অনেক বিলম্ব আছে। গাড়ী সকালবেলা পাচটার সময় ছাড়িবে। এখনও বোধ হয়, রাত্রি দুই প্রহর হয় নাই। সেদিন কথা বলিতে বলিতে রসময়বাবু আসিয়া পড়িলেন। কথা শেষ হয় নাই। তাহার পর কি হইল?” আমি তাঁহাকে কাশী পাঠাইয়া দিব, এই কথা শুনিয়া মাসী কিছু স্থির হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন,-“সেদিন তুমি কোন পৰ্যন্ত শুনিয়াছিলে?” আমি উত্তর করিলাম,- “লোচন ঘোষ নামক একব্যক্তি হীরালালের মৃত্যুসংবাদ দিয়া আপনাকে চিঠি লিখিয়াছিল। সেই চিঠির সঙ্গে একখানি খবরের কাগজও আসিয়াছিল। তাহাতেও ঐ দুঃসংবাদ লেখা ছিল। সেই চিঠি ও সেই কাগজ পড়িয়া কুসী অজ্ঞান হইয়া পড়িল। সেদিন আমি এই পৰ্যন্ত শুনিয়াছিলাম। তাহার পর কি হইল?” 多 তাহার পর হইতে মাসী পূৰ্ব্ববৃত্তান্ত আমাকে বলিতে লাগিলেন। কিন্তু সে সমুদয় কথা মাসী আমাকে যেভাবে বলিয়াছিলেন, আমি সেভাবে বলিব না। আমি আমার নিজের ভাষায় সে বিবরণ প্ৰদান করিব । ՀԵՀ দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com"ির্ড”*********