পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ভগবান রক্ষা করিয়াছেন মাসীর কথা সমাপ্ত হইলে, আমি তাঁহাকে বলিলাম যে, “তবে এখন বাড়ী চলুন!” মাসী উত্তর করিলেন, — “বাড়ী রায়মহাশয়ের বাড়ীতে আর আমি যাইব না। এ পোড়া-মুখ আর সেখানে আমি দেখাইব না।” আমি বলিলাম,- “কুসীর একবার বিবাহ হইয়া গিয়াছে শুনিলে রসময়বাবু রাগ করবেন। বটে, কিন্তু আপনি কুসীর ভালর জন্য চেষ্টা করিয়াছিলেন। যাহা হউক, কুসীর আজ যখন বিবাহ হইয়া যায় নাই, তখন বিশেষ কোন ক্ষতি হয় নাই। সেজন্য আমি তাঁহাকে সান্তুনা করিতে পারিব। আমি নিশ্চয় বলিতেছি যে, তিনি আপনাকে একটি কথাও বলিবেন না। আর একটি কথা কুসীর যে একবার বিবাহ হইয়া গিয়াছে, সে কথা এখন তাঁহাকে বলিবার বা আবশ্যক কি? পুনরায় যখন তিনি পাত্রের অনুসন্ধান করিবেন, সেই সময় তাঁহাকে বলিলেই চলিবে ।” মাসী বলিলেন, — “তোমার কথা আমি বুঝিতে পারি না। তুমি বলিতেছ যে, কুসীর পূৰ্ব্ববিবাহের কথা প্ৰকাশ হয় নাই। তবে দিগম্বরবাবুর সহিত তাহার বিবাহ বন্ধ হইল কি করিয়া?” আমি উত্তর করিলাম,- “আপনি তা জানেন না? না,-তখন আপনি সে স্থানে ছিলেন না। আপনি বাড়ীর ভিতর চলিয়া গিয়াছিলিন। দিগম্বরবাবুরুঞ্জি আছেন। তাঁহার গৃহ শূন্য হয় নাই, সে মিথ্যা কথা । ফাঁকি দিয়া তিনি এই বিবাহ করি । তাঁহার সেই স্ত্রী আসিয়া উপস্থিত। হইয়াছেন। বাপ! এমন মেয়েমানুষ কখন দেখিছেই। তাহার পর সঙ্গে যে দাসীটি আনিয়াছেন, সে-ও এক ধনুৰ্দ্ধর । এ বলে আমায় দেখাওঁ বলে আমায় দেখ। আমি মনে করিলাম, সভার মধ্যেই বা দিগম্বরবাবুকে তিনি করেন!!! যাহা হউক, সেই বিবাহ বন্ধ হইয়া গিয়াছে।” মাসী জিজ্ঞাসা করিলেন, “আর-সন্ন্যাসী?” আমি উত্তর করিলাম,- “তিনি কুসীর চিকিৎসা করিতেছেন। কুসীকে তিনি অনেকটা ভাল করিয়াছেন। এখন আপনি বাড়ী চলুন। পূৰ্ব্ব-কথা প্ৰকাশ পায় নাই, কুসীর আজ পুনরায় বিবাহ হয় নাই, বিশেষ কোন ক্ষতি হয় নাই। মনে করিয়া দেখুন, আপনার কত পুণ্যবাল! ভগবান রক্ষা করিয়াছেন!” মাসী উত্তর করিলেন,- “ভগবান রক্ষা করিয়াছেন, সে বিষয়ে আর কোন সন্দেহ নাই। প্রথম লগ্নে যদি বিবাহ হইয়া যাইত, তাহা হইলে যে কি হইত! ভগবান রক্ষা করিয়াছেন। কিন্তু রায়মহাশয়ের বাটীতে আমি আর যাইব না। তুমি পাগল, তাই আমাকে যাইতে বলিতেছ। তুমি বাটী ফিরিয়া যাও। আমি কাশী যাইব । তোমার টিকিয়া কিনিয়া দিতে হইবে না । আমি কিনিতে পারিব।” এখন আমি একটু প্রতারণা করিলাম। জানিয়া-শুনিয়া আমি কখন মিথ্যাকথা বলি না, কি কাহারও সহিত প্রতারণা করি না। কিন্তু আজ আমি তাহা করিয়া ফেলিলাম। যদিচ ভালর জন্য আমি সে কাজ করিলাম, তথাপি সে কথা মনে হইলে এখনও আমার লজ্জা হয় । আমি বলিলাম,- “তা কি কখন হয়! আপনি স্ত্রীলোক, এ বিদেশ, ভয়ঙ্কর দেশ! এই রাত্রিকালে এ স্থানে আপনাকে একেলা ছাড়িয়া যাইতে পারি না। এক্কা দাঁড়াইয়া আছে; চলুন SRSSR দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon:"