পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু পুনরায় আমার মনে আর একটি সন্দেহ উপস্থিত হইল। আমি বলিলাম,- “সত্য বটে, আমার পদদ্বয় মুক্ত হইয়াছে, কিন্তু ঘরের দ্বারে বাহিরে তাহারা কুলুপ দিয়া গিয়াছে। ঘর হইতে কি করিয়া আমি বাহির হইব?” নস্কর মহাশয় বলিলেন,- “দ্বার খুলিয়া দেখা।” . শয্যা হইতে আস্তে আস্তে উঠিয়া আমি কপাট টানিয়া দেখিলাম। ঘরের দ্বার স্বচ্ছন্দে খুলিয়া গেল। আরও আশ্চৰ্য্য হইয়া নস্কর মহাশয়কে আমি বারবার নমস্কার করিলাম । কলসী পুনরায় আমাকে বলিলেন,- “সুবল আর তোমার এ-স্থানে থাকা উচিত নহে। তোমার ভ্রাতা কুলাঙ্গার, না করিতে পারে এমন কাজ নাই। তোমার প্রতি সে যেরূপ ব্যবহার করিয়াছে, তাহার দণ্ড সে শীঘ্রই পাইবে। এক্ষণে আমি তৃষ্ণায় বড় কাতর হইয়াছি। পুষ্করিণীতে লইয়া শীঘ্ৰ আমাকে জলে পূর্ণ কর। তাহার পর কলিকাতায় লইয়া গিয়া শীঘ্ৰ আমাকে মা গঙ্গার নিৰ্ম্মল পবিত্র সলিলে নিক্ষেপ কর। পৃথিবীতে আর আমি থাকিতে ইচ্ছা করি না। আহা! জগবন্ধুর মা, যিনি খুরি হইয়া কালযাপন করিতেছেন, তাঁহাকেও সঙ্গে লইতে পারিলে ভাল হইত। কিন্তু তাঁহার কপালে নাই। কপালে থাকিলে এই উদ্যোগে পরজন্মে। তিনি সরারূপ লাভ করিতে পারিতেন। তাহার পর অনায়াসে তিনি মালিশী হইতে পারিতেন।” পুনরায় বিছানার নিকট আসিয়া, ঘরের যে স্থানে আমার বাক্সটি থাকিত, সেইদিকে আমি চাহিয়া দেখিলাম। সে স্থানে আমার বাক্স নাই। বুঝিতে। আর বাকি রহিল না। বাক্সটি ভ্রাতা - লইয়া গিয়াছেন। পথ-খরচের জন্য আমি কি করিব, এখন সেই ভাবনা আমার মনে উদয় হইল। কিন্তু নস্কর মহাশয়ের কি আশ্চৰ্য্য মহিমা! ঘরের এক কোণে একপ্রকার খড়খড় শব্দ হইতে লাগিল। সেইদিকে দৃষ্টি &আমি দেখিতে পাইলাম যে, কি একটি ਅੰ ಙ್ಞ್ಞ' আমি দেখিলাম যে, সে দ্রব্যটি র লক্ষ্মী, বেত-নিৰ্ম্মিত পোয়া, শালগ্রামের সহিত যাঁহাকে পূজা না করিয়া কখনও জলগ্ৰহণ করিতাম না। আজ তাঁহার এই দুৰ্দশা দেখিয়া হৃদয় আমার বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। আমি মনে মনে ভাবিলাম,- “মা! তবে সত্য সত্যই তুমি এ পাপ সংসার পরিত্যাগ করিয়াছ!” মনে মনে আমি এইরূপ খেদ করিতেছি, এমন সময় ঘরের অন্য কোণ হইতে নস্কর মহাশয় বলিয়া উঠিলেন,- “সুবল! লক্ষ্মীর ভিতর যে মোহরটি আছে, তাহা বাহির করিয়া লও। এ বিপদের সময় তাহা লইতে দোষ নাই। ইহাতে তোমার পথ-খরচ হইবে।” এইরূপে আদিষ্ট হইয়া পোয়ার ভিতর হইতে আমি মোহরটি বাহির করিয়া লইলাম। তাহার পর অন্য কোণ হইতে মৃন্ময় কলাসরূপধারী নস্কর মহাশয়কে অতি ভক্তিভাবে তুলিয়া লইলাম। ধীরে ধীরে বাটী হইতে বাহির হইলাম। প্রথমেই বৃহৎ একটি সরোবরে গিয়া সুশীতল বারি দ্বারা কলসটি পূর্ণ করিলাম। নস্কর মহাশয়কে এইরূপে পরিতৃপ্ত করিয়া পূর্ণ কলসটি স্কন্ধে লইয়া আমি কলিকাতা অভিমুখে যাত্ৰা করিলাম। যথাসময়ে কলিকাতায় উপস্থিত হইয়া অতি ভক্তিভাবে কলসটি আমি গঙ্গাজলে সমৰ্পণ করিলাম। তাহার পর যথাশক্তি নস্কর মহাশয়ের শ্ৰাদ্ধ করিলাম । শ্ৰাদ্ধ-ক্রিয়া সমাপ্ত করিয়া, আমি কোথায় যাই, কি করি, তাহাই ভাবিতে লাগিলাম। অবশেষে বঁকুড়ায় শ্বশুরালয়ে গমন করাই স্থির করিলাম। VOSS) शृङ्गा-शiना sNAls viði (SS BS! ro www.amarboi.com ro SR