পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছাড়িযা দিব। কিন্তু মায়ের গলদেশ হইতে মুণ্ড আনয়ন করা নিতান্ত সহজ কাজ নাহে।” আমি বলিলাম,- “সহজ হউক আর কঠিন হউক, আমি এ কাজ করিতে চেষ্টা করিব।” বৃদ্ধ বলিলেন,— “বেশ! তবে চল, সকলে মন্দিরে যাই। আমরা মন্দিরের বাহিরে থাকিব। নারিকেলমুখী ও লাউমুখীর সহিত আমি সম্মুখদিকে পাহারা দিব। শাকমুখীকে ডাকিয়া আন, সে আপনার দলবলের সহিত পশ্চাৎদিকে পাহারা দিবে। তুমি পলাইতে পরিবে না।” শাকমুখী আপনার দলবলের সহিত আসিয়া উপস্থিত হইল। সকলে আমরা মন্দিরের নিকট গমন করিলাম। আমি মন্দিরের ভিতর প্রবেশ করিলাম। ঠিক দ্বারে শ্ৰীমতী নারিকেলমুখী পাহারা রহিলেন। তাঁহার বামদিকে ভূমিকম্প মহাশয় ও দক্ষিণদিকে শ্ৰীমতি লাউমুখী বসিয়া রহিলেন। মন্দিরের পশ্চাৎদিকে শাকমুখী আপনার দলবলের সহিত পাহারা দিতে লাগিল। সপ্তম রজনী মুণ্ডমালা ভিতরে প্রবেশ করিয়া আমি দেখিলাম যে, মন্দিরটি , কিন্তু নিতান্ত ভগ্ন হয় নাই। ভিতরে একটি কালীমূৰ্ত্তি আছে। মূৰ্ত্তিটি বােধ হয় রা গঠিত। মন্দিরের একপার্শ্বে একটি কুলঙ্গি আছে, সেই কুলঙ্গিতে লীেহ-নিৰ্ম্মিত প। মিটমিটু করিয়া জুলিতেছিল। মায়ের পাদপদ্মে ফুল ও কুলঙ্গিতে প্ৰদীপ দেখিয়া পারিলাম যে, মায়ের নিত্য-পূজা হইয়া থাকে। বোধ হয়, ডাক ও ডাকিনীগণুতে পূজা করে। কিন্তু আর একটি আশ্চৰ্য্য কথা! মায়ের হাতে ও গলদেশে যে নরমুণ্ড রহিয়াছে, সে মুণ্ডগুলি প্রস্তুর-নিৰ্ম্মিত কৃত্রিম মুণ্ড নহে। প্রকৃত টাটুকা নরমুণ্ড। কিন্তু সকল মুণ্ডগুলিই মুণ্ডিত, কেবল উপরিভাগে এক একটি শিখা আছে। সেই টিকি দ্বারা আবদ্ধ হইয়া মুণ্ডগুলি মালার সূত্রে লম্বিত আছে। ডাকিনীর বৃক্ষে আমি যেরূপ মুণ্ড দেখিয়াছিলাম, আর সেই মুণ্ডটি বৃক্ষ-শাখায় যেভাবে টিকি দ্বারা লম্বিত ছিল, মায়ের গলদেশেও সেইরূপ মুণ্ড ছিল ও সেইভাবে লম্বিত ছিল। মন্দিরে প্রবেশ করিয়া অতি ভক্তিভাবে সাষ্টাঙ্গে মাতাকে আমি প্ৰণাম করিলাম। তাহার পর মায়ের সম্মুখে দাড়াইয়া হাত যোড় করিয়া স্তবস্তুতি করিতে লাগিলাম। আমি বলিলাম,- “মা জগদম্বে! তুমি জগতের মাতা। মা! তুমি দক্ষিণ হস্তদ্বয় উত্তোলন করিয়া জগৎকে অভয় ও বর প্রদান করিতেছ, আমাকে মা তুমি অভয় প্ৰদান কর। আমি মা, বড় বিপদে পড়িয়াছি। তোমার নিকট মা, কোন বিষয় অবিদিত নাই। কত বিপদ হইতে উত্তীর্ণ হইয়া অবশেষে আমি ডাকিনীর হাতে পড়িয়াছি। মা! নারিকেলমুখীকে আমি কিছুতেই বিবাহ করিতে পারিব না। কিন্তু মা, সে আমাকে বলপূৰ্ব্বক বিবাহ করিবে। তোমার মুণ্ডমালা হইতে যদি একটি মুণ্ড আমাকে প্ৰদান কর, তাহা হইলে, মা, এ বিপদ হইতে আমি পরিত্রাণ পাই। কিন্তু মা, তোমার অনুমতি বিনা আমি মুণ্ড লইতে পারি না। সেই অনুমতি, মা, তুমি আমাকে প্ৰদান কর।” মা বোধ হয়। আমার স্তবে সন্তুষ্টা হইলেন। কারণ, আমি দেখিলাম যে, তাহার অভয় ও বর v\ află cios os se - www.amarboi conf**