পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেতাল অর্থাৎ মুণ্ড বলিল,— “তুমি সমস্যা-পূরণ করিতে পরিবে না, তুমি গল্প বলিতে পরিবে না, কোন কাজ করিতে পরিবে না। অথচ, তোমার ইচ্ছা যে, আমি গিয়া আর একটি মুণ্ডের সহিত ঠোকাঠুকি করি। এ কি কাজের কথা! যাও। নারিকেলমুখীকে বিবাহ করিয়া সুখেস্বচ্ছন্দে ঘর-কন্ন কর।” আমি বড় বিপদে পড়িলাম। গল্প আমি জানি না। অথচ, গল্প না বলিলে মুণ্ডলাভ হয় না। অনেক ভাবিয়া-চিন্তিয়া আমি বলিলাম,- “মহাশয়! ভাল গল্প আমি জানি না। তবে দুইএকখানি পুস্তকে ও সংবাদপত্রে গুটিকত গল্প আমি পাঠ করিয়াছিলাম। কিন্তু সে গল্প কি আপনার ভাল লাগিবে?” বেতাল বলিল,— “সেই গল্প আমি ভালবাসি। বিলম্ব করিও না, শীঘ্ৰ আরম্ভ কর।” আমি বলিলাম,- “আচ্ছা, মহাশয়! একটি গল্প আমি বলিতেছি, শ্রবণ করুন। কিন্তু এ গল্পটি সামান্য এক গোপ-কন্যার কথা। সেই গোপকন্যার নাম ছিল আব্দুরী।” বেতাল বলিল,— “আব্দুরী! গোয়ালার মেয়ে! তাহার গল্প শুনিতে আমার বড় ইচ্ছা! হইয়াছে। সে আব্দুরীর কি হইয়াছিল, তাহা বল।” আমি বলিলাম,- “এ গল্পটি আমি কোন সংবাদপত্রে পাঠ করিয়াছিলাম। গল্পটি যেরূপ পাঠ করিয়াছি, সেইরূপ আপনাকে বলিতেছি। শ্ৰবণ করুন।” এই বলিয়া আমি আব্দুরী ও আরাসীর গল্প বলিতে আরম্ভ করিলাম। মায়ের বামহস্তে মুণ্ড ও মালার মূলগণ মনােযোগপূর্বক আমার গল্প শুনিতে লাঞ্ছা! (G)

  • (বেতালগণের নিকট গড়গড়ি মহাশয় অনেকুণ্ঠলি গল্প করিয়াছিলেন। তাহার গুটিকত কেবল এই পুস্তকে প্রকাশিত হইল। এখন হতে রঙ আর আবশ্যক নাই।)

○○8 află cios as se - www.amarboi conf**