পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইল । পীড়ার প্রারম্ভেই তিনি অজ্ঞান হইয়া পড়িলেন। সুতরাং নোটখানি কোথায় যে লুকাইয়া রাখিয়াছিলেন, তাহা বলিতে পারিলেন না। তাহার মৃত্যু হইলে, আব্দুরীর মা ঘর আতিপাতি করিয়া সৰ্ব্বত্র খুঁজিলেন; কিন্তু নােট কিছুতেই পাইলেন না। নোটখানির জন্য অনেক কাঁদিলেন, অনেক দুঃখ করিলেন, অবশেষে নিরাশ হইয়া চুপ করিয়া রহিলেন। সুতরাং আব্দুরীর মাতার সৌভাগ্যসূৰ্য যেমনি উদয় হইল, তেমনি অমাবস্যা-নিশির নিবিড় তম-রাশিতে মিশিয়া গেল। দ্বিতীয় পরিচ্ছেদ চন্দ্রহার “আব্দুরী। আব্দুৱী! পোড়ারমুখি! বেলা উল্টে গেল যে! তোর জন্যে কি হাট বসিয়া থাকিবে? পোড়ারমুখি! দইটুকু না বেচিলে লুণ, লিঙ্কা, হলুদ কোথা হইতে আসিবে? আর কি সে নোট আছে, যে মটু করিয়া ভাঙ্গাইব আর এক মালসা টাকা লইয়া আসিব? তা যে, কপালগুণে কাঠের ময়ুরে হার গিলিল। তোর কি! তুই দুই দিন পূৰ্বেশ্বশুরব নাই যে, একবেলা একমুঠ ভাত দেয়া!” (9 এইরূপ বলিয়া আদুৱীকে বকিতে লাগিলেনু ৫)* ঘরের ভিতর হইতে আব্দুরী বলিল,— “যই মী! যাই!! এই যাই!! এখনও তত বেলা হয় নাই।” আদুরী কিছু বিলম্ব করিতেছিল, মৃত্যুম্ভাবি করিবার বিশেষ কারণ ছিল। আব্দুরী নিতান্ত বালিকা নহে; অষ্টাদশবৰ্ষীয়া পূর্ণ যুৱতী । দুইবার শ্বশুরবাড়ী ঘর করিয়াছে। সংসারে কাজ লইয়া ছোট ননদ অর্থাৎ স্বামীর ছোট ভগিনীর সহিত কলহ হইয়াছিল। বিনা দোষে ছোট ননন্দ তাহাকে মারিয়াছিল। ভগিনীকে কিছু বলিতে না পারিয়া, স্বামী আব্দুরীকে মায়ের নিকট পঠাইয়া দিলেন। আজ কয়মাস আব্দুরী মাতার গৃহে বাস করিতেছে, কিন্তু তাহার। সৰ্ব্বদা ভয় পাছে শ্বশুরবাড়ীর লোক, লাগাইয়া-ভাঙ্গাইয়া স্বামীকে পর করিয়া দেয়। তাহার শ্বশুরবাড়ীর গ্রাম অধিক দূরে নয়। সেই গ্রামে সীেরভী বলিয়া এক চঞ্চলা, অল্পবয়স্কা, বিধবা নাপিতনী আছে। কেহ কেহ তাহার স্বামীকে সেই সৌরভীর সহিত কথাবাৰ্ত্ত কহিতে দেখিয়াছিল। আদুরীর কানে সে কথা উঠিয়াছিল। তাহাতে আব্দুরীর মন সাতিশয় ক্ষুন্ন হইয়াছিল। তাহার পর, স্বামী পূৰ্ব্বে যেরূপ ঘন ঘন তাহার নিকট আসিতেন, এক্ষণে সেরূপ ঘন ঘন আর আসেন না। গতকল্য আসিবার কথা ছিল; কিন্তু আসেন নাই। তাহাও আব্দুরীর এক দুঃখের কারণ হইয়াছিল। স্বামী হয়তো হাটে আসিবেন, স্বামীর সহিত হয়তো হাটে সাক্ষাৎ হইবে, এই ভাবিয়া আব্দুরী আজ একটু ভাল করিয়া সাজগোজ করিতেছিল। সেইজন্যই আব্দুরীর ঘর হইতে বাহির হইতে বিলম্ব হইতেছিল। মা, আব্দুরীর মনের কথা জানেন না; বিলম্ব দেখিয়া মা চীৎকার করিয়া ডাকিতেছিলেন। আদুরীর একখানি ভাল কালাপেড়ে কাপড় ছিল। সেই ধবধবে কাপড়খানি আজ সে পরিধান করিল। একটু তেল মাখিয়া মাথার চুলগুলি আঁচড়াইল। গৰ্ব্বগরে চুণ-খয়ের দিয়া একটি পান মুক্তা-মালা 9 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro