পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূতের বাড়ী আমি ভাড়া লইব শুনিয়া তিনি আমাকে বলিলেন,- “বাড়ীর যে দুর্নােম আছে, তাহা বোধ হয়, শুনিয়া থাকিবেন। আমি এতদিন নানা দেশ ভ্ৰমণ করিতেছিলাম। সম্প্রতি দেশে আসিয়াছি। আমার খুড়া মহাশয় ঐ বাড়ী ক্রয় করিয়াছিলেন। কবে হইতে ঐ বাড়ীতে ভূতের উপদ্রব আরম্ভ হয়, তাহা আমি বলিতে পারি না। সপরিবারে নিজে আমি ঐ বাড়ীতে দুইদিন বাস করিয়াছিলাম। দুইদিনের পর প্রাণভয়ে পলাইয়া আসিলাম। আপনি যদি সে বাটীতে কিছুদিন বাস করিতে পারেন, তাহা হইলে ভাড়ার টাকা লওয়া দূরে থাকুক, বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্ৰস্তৃত আছি।” যাহা হউক, আমি চাবি লইয়া আসিলাম। আমার একজন ডানপিটে বীরপুরুষ চাকর ছিল। ভূত প্রেতি দানা দৈত্য কিছুই সে মানিত না। মনে তাহার অপরিমিত সাহস, দেহে তাহার অসীম বল। তাহাকে আমি সকল কথা বুলিয়া বলিলাম, আর জিজ্ঞাসা করিলাম,- “কেমন হে, তুমি আমার সহিত সে বাড়ীতে রাত্রিযাপন করিবে?” চাকর উত্তর করিল,— “ভূত! ভূত আমার কাছে আসিবে? আমি ভূতের বাবা! দেখি, কেমন আমার সম্মুখে ভূত বাহির হয়! ভূতের চড়চড়ি করিয়া খাইব?” তাহার কথা শুনিয়া আমার মনে আহাদ হইল। ভূত মানি আর নাই মানি, তবু যেন স্থানবিশেষে প্ৰাণটা কেমন ছেক-ছেক করে, গায়ে কাঁটা দিয়া উঠে। একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয়। চাকরের হাতে চাবি দিয়া আমি বলিলাম,- “তুমি তবে সেই বাড়ীতে যাও, ঘর-দ্বার পরিষ্কার করিয়া রাখ, বিছানা ঠিক করিয়া ব্রাখি। আমার পিস্তল ও ছোরা লইয়া যাও, তোমার নিজেরও পিস্তল ও ছোরা ছাড়িও না। আমি সে স্থানে যাইব ।” সন্ধ্যার সময় আমি সে বাড়ীতে গিয়া উ ধ্ৰুইলাম। আমার চাকর দ্বার খুলিয়া দিল। চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখিয়া আমিও করিলাম,- “কি হে, সব ভাল তো?” ভৃত্য বলিল,- “আজ্ঞে হাঁ, সব ভ কথা বলিয়া, চাকর আর একটু ঈষৎ হাসিল। আমি জিজ্ঞাসা করিলাম,- না, কি? সে উত্তর করিল,— “আজ্ঞা না? কিছু দেখি নাই, তবে আমার কানের কাছে কে যেন ফুশৃফুশ করিয়া কথা কহিতেছিল। এরূপ শব্দ বারবার শুনিয়াছি।” আমি বলিলাম,- “তোমার ভয় হইয়াছে না কি?” চাকর হাসিয়া বলিল,— “ভয়! আমার শরীরে ভয় নাই, আমি ভূতের বিধাতা পুরুষ। যদি ভূত দেখিতে পাই, আনন্দ হইবে, ভয়ের লেশমাত্ৰ মনে উদয় হইবে না।” দ্বিতীয় পরিচ্ছেদ ভূতের খেলা চাকরের সহিত এইরূপ কথা কহিতে কহিতে আমি গৃহের ভিতর প্রবেশ করিলাম। সঙ্গে আমার একটি কুকুর ছিল। কুকুরটি অতি বিক্রমশালী, ভীরুতা কাহাকে বলে, সে জানিত না। আপনা। অপেক্ষা দ্বিগুণ দেহবিশিষ্ট বড় বড় ডালকুত্তাকে তাড়া করিয়া তাহার ঘাড় ধরিত। কোনও V8S filia zi, o ga se - www.amarboi conf**