পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টম সাহেব উত্তর করিলেন,- “বাড়ীটি আগাগোড়া না ভাঙ্গিয়া একটি কৰ্ম্ম করিলে হয়। যে ঘরে আমরা বদ্ধ হইয়া গিয়াছিলাম, যে ঘরে বিকট গন্ধ বাহির হইয়াছিল, কেবল সেই ঘরটি প্ৰথম ভাঙ্গিয়া দেখিলে হয় ।” বাড়ীওয়ালা তাহাই করিলেন। সেই ঘরের মাটির নিম্ন হইতে নানারূপ অদ্ভুত দ্রব্য বাহির হইল। তাহা কি, সেকথা বলিবার আর স্থান নাই, আবশ্যকও নাই। বাড়ীওয়ালা সেই সমুদয় দ্রব্য পোড়াইয়া ফেলিলেন। সেইদিন হইতে ভূতের উপদ্ৰব থামিয়া গেল! গড়গড়ি মহাশয় বলিলেন,- গল্পটি সমাপ্ত হইবার পূৰ্ব্বে আমি মুণ্ডের দিকে দৃষ্টি করিয়াছিলাম। কেমন ধীরে ধীরে ইহার নাসিকা, কৰ্ণ, মুখ প্রভৃতি বিলীন হইয়া গোলাকার ধারণ করিল! কেমন ধীরে ধীরে ইহা রক্তবর্ণেরঞ্জিত হইল! ফলকথা, এদিকে আমার গল্পটি সমাপ্ত হইল, আর ওদিকে মুণ্ডটিও রক্তমুক্ত হইয়া গেল। এবার আর আমি পূর্বের ন্যায় আশ্চৰ্য্য হইলাম না। আর অধিক তর্ক-বিতর্ক না করিয়া, আমার সহিত গমন করিবেন, না আপনার নিকটও একটি গুল্প করিতে হইবে?” তৃতীয় মুণ্ড বলিল,— “ডাকিনীর হাত হইতে যদি ইচ্ছা থাকে, তাহা হইলে আর একটি গল্প কর। নতুবা বাহিরে গিয়া নারি বিবাহ কর ।” কাজেই আমাকে আর একটি গল্প করিতে হইল। গড়গড়ি মহাশয় একে একে মুশুদিগের নিকট গল্প করিতে লাগিলেন। এক একটি গল্প সমাপ্ত হয়, আর এক একটি মুণ্ড রক্ত-মুক্ত হইয়া যায়, বারবার সে বিষয়ের উল্লেখ অনাবশ্যক। g&|-աթ17 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro wo8ና