পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাবিলেন,- “এ অবস্থায় আমার বিবাহ করা কিছুতেই উচিত নহে। আমার ডাক্তারি পাশ হইবার একবৎসর বাকি আছে। যদি চক্ৰবৰ্ত্ত মহাশয় অপেক্ষো করেন, আর যদি পাশ হইতে পারি, তাহা হইলে দেখা যাইবে।” এইরূপ নানা প্ৰকার চিন্তায় গিরিশ রাত্রিযাপন করিলেন । কলেজের ছুটি হইলে, পরদিন এগারটার সময় গিরিশ,- মাধব চক্ৰবৰ্ত্তাঁকে দেখিতে যাইলেন। দেখিলেন যে, তিনি ভাল আছেন; কিন্তু অতিশয় দুৰ্ব্বল। মাধব চক্ৰবৰ্ত্তী বলিলেন,- “এই অবস্থায় আমাকে ডাক্তারখানায় যাইতে হইয়াছিল। আমার মনিব গোপীবাবু আমাকে ডাকিতে পাঠাইয়াছিলেন। ডাক্তারখানায় এক আশ্চৰ্য ঘটনা ঘটিয়াছে। গোপীবাবুর বাড়ীতে প্ৰবেশ করিয়াই দক্ষিণ দিকে যে বড় ঘরখানি আছে, যে ঘরে বসিয়া প্ৰাতঃকালে তিনি বাহিরের রোগীদিগের নিমিত্ত ব্যবস্থা করেন, সেই ঘরের পাশে একটি ছোট কুঠরি আছে। সেই কুঠরিতে একটি দেরাজ আছে। দেরাজে অনেকগুলি ছোট ছোট টানা আছে। সেকালের মোহর ক্রয় করা গোপীবাবুর বাই। মাঝে মাঝে এক একটি মোহর কিনিয়া কাগজ নিৰ্ম্মিত একটি সাবানের বাক্সর ভিতর ফেলিয়া তিনি দেরাজের টানার ভিতর রাখিয়া দেন। ক্রমে ক্রমে পঞ্চাশটি মোহর হইয়াছিল। একথা কিন্তু জনপ্ৰাণী কেহই জানিত না। দেরাজের টানার চাবি, সে কুঠরির চাবি, গোপীবাবু আপনার কাছে রাখিতেন, কাহারও হাতে কখনও দিতেন না। করিয়াছিলেন। মাঝে মাঝে তিনি মোহরগুলি গণিয়া তন। জিনিষপত্ৰ স্থানান্তরিত হইলে আজও যথারীতি মোহরগুলি গণিয়া দেখিতে IŲ আশ্চৰ্য্য কথা এই যে, মোহর দেখিতে পাইলেন না। দেরাজের টানার ভিতর যে২ র বাক্সও নাই, সে মোহরাও নাই। চারিদিকে হুলস্থূল পড়িয়া গেল। গো যে, দুই দিন পূৰ্ব্বে তিনি মোহর গণিয়া দেখিয়াছিলেন। এই দুই দিনের ভিতর চুরি করিয়াছে। এই দুই দিনের ভিতর কে সে কুঠরির ভিতর প্রবেশ করিয়া দিল অ রর নিকট প্রবেশ করিয়াছিল, অথবা কুঠরির নিকট বড় ঘরে একাকী কে ছিল, সেই বিষয়ের অনুসন্ধান হইতেছে।” গিরিশ বলিলেন,- “আমি কাল রাত্রিতে অনেকক্ষণ পৰ্যন্ত সেই বড় ঘরে একাকী বসিয়াছিলাম। পাশের কুঠরিও দেখিয়াছিলাম। তখন তাঁহাতে তালা বন্ধ ছিল।” মাধব চক্ৰবৰ্ত্তী বলিলেন, — “হাঁ, তোমারও কথা উঠিয়াছিল। গোপীবাবু তোমার কথা আমাকে জিজ্ঞাসা করিলেন। কিন্তু আশ্চৰ্য্য কথা এই যে, আজ প্ৰাতঃকালে কুঠরির তালা যেমন বন্ধ সেইরূপ বন্ধ ছিল। দেরাজের চাবিও বন্ধ ছিল। সে নিমিত্ত গোপীবাবু বলেন যে, বাহিরের চোর আসিয়া তাঁহার মোহর চুরি করে নাই; ঘরের চোরেই করিয়াছে।” দুই মাস। গত হইল। চোর ধরা পড়িল না। মোহর পুনঃপ্রাপ্তির আশা গোপীবাবু ছাড়িয়া দিলেন। গিরিশ, মাধব চক্ৰবৰ্ত্তাঁর বাটীতে আনাগোনা করিতে লাগিলেন। মাধব চক্ৰবৰ্ত্তাঁর স্ত্রীকে তিনি মা বলিতেন। গিরিশ তাঁহাদের বাটী যাইলে সরলার মুখ প্ৰফুল্প হইত। গিরিশের কথা সরলা এক মনে এক ধ্যানে শুনিত। দুই-একদিন গিরিশ যদি তাঁহাদের বাটীতে যাইতেন, তাহা হইলে সরলা ভালরূপ কাজকৰ্ম্ম করিত না, সৰ্ব্বদাই বিরস মনে থাকিত। একদিন সরলার মাতা স্বামীকে বলিলেন,- “মেয়ে বড় হইয়াছে। তাহার জ্ঞান হইয়াছে। বিবাহের জন্য আমরা কতই না ভাবিতেছিলাম। বিধাতা। আপনি বুঝি সরলার বির আনিয়া দিলেন ।” w°»ዓbr fi:Ilă zi, o ga se - www.amarboicorf**