পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থ অধ্যায় বাক্সমোড়া চট গোপীবাবুর ডাক্তারখানায় একদিন বিলাত হইতে অনেক ঔষধ আসিয়াছিল। গিরিশ সেই বাক্সগুলি পূজার দালানে রাখাইলেন। কিন্তু মূল্যবান ঔষধের বাক্স কয়টি গোপীবাবু সেই মোহর-চুরি কুঠরিতে রাখিতে আদেশ করিলেন। গোপীবাবু বলিলেন,- “ছোট কুঠরিতে ঐ দেরাজটা মিছামিছি স্থান যোড়া করিয়া আছে। ঐ দেরাজ হইতে আমার মোহর চুরি গিয়াছে। ওটাকে দেখিলে আমার রাগ হয়। দেরাজটা বিক্রয় করিয়া ফেল। তাহার পর ঐ ঘরে ভাল ভাল ঔষধের বাক্সগুলি রাখিয়া দাও।” যাহারা কাঠকািঠরার ব্যবসা করে, সেইরূপ এক ব্যক্তিকে ডাকিয়া, মাধব চক্ৰবৰ্ত্ত দেরাজটা বিক্রয় করিয়া ফেলিলেন। কুলি ডাকিয়া সেই ব্যক্তি দেরাজ বাহিরে আনিল। গোপীবাবু দেরাজের টানার চাবিগুলি ফেলিয়া দিলেন। চাবি কয়টি হাতে করিয়া গিরিশ মনে করিলেন- “দেখি, দেরাজের ভিতর কিছু আছে কি না!” একে একে টানাগুলি খুলিয়া, তাহার ভিতর হাত প্রবিষ্ট করিয়া গিরিশ উত্তমরূপে দেখিতে লাগিলেন। এ টানা সে টানা দেখিবার পর, অবশেষে একটির ভিতর যেই তিনি হাত দিয়াছেন, আমনি তাহার হাতে কি ঠেকিয়া গেল। তিনি সেই জিনিসটি টানিয়া বাহিরে আনিলেন। দেখিলেন যে, সাবানের বাক্স খুলিয়া দেখিলেন যে, তুৰ্থস্থার ভিতর মোহর! সকলের আনন্দের আর পরিসীমা রহিল না। মোহরগুলি গোপীবাবু গণিয়া দেখিলেন যে, ঠিক তাঁহার সেই পঞ্চাশটি মােহর রহিয়াছে (ক্টেীহঁর দেখিতে ডাক্তারখানার সকলে দৌড়িয়া আসিল। সকলেই এক একবার এক একুৰ্ছিষ্টমােহর তুলিয়া হাতে করিয়া দেখিল। গিরিশও একবার একটি মােহর তুলিয়া নাড়িয়া ঘুড়িয়া দেখিলেন। গোপীবাবু এক একটি টানার ভিতর হাত দিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াছিলেন। বিলাতী। দেরাজ। টানা একেবারে বাহির করিয়া ফেলিবার যো ছিল না। কিন্তু খুঁজতে তিনি বাকি করেন। নাই। তিনি একেলা নহেন, ডাক্তারখানার প্রায় সকল লোকেই টানার ভিতর হাত দিয়া দেখিয়াছিল। কাহারও হাতে তখন সাবানের বাক্স ঠেকে নাই। আজ পুনরায় ইহার ভিতর সে মোহরপূর্ণ বাক্স কোথা হইতে আসিল? যে লোক দেরাজ কিনিয়াছিল, সে অনেকক্ষণ চিন্তা করিয়া ও অনেক বার দেরাজের টানাগুলি টানিয়া ও নাড়িয়া-চাড়িয়া দেখিল । তাহার পর গোপীবাবুর নিকট হইতে সাবানের বাক্সটি লইয়া কাত অৰ্থাৎ আড় করিয়া টানার ভিতর প্রবিষ্ট করিয়া দিল । সাবানের বাক্স গিয়া দেরাজের পশ্চাৎ দিকের কাঠের গায়ে লাগিল। তখন সকলকে সে হাত দিয়া দেখিতে বলিল। সাবানের বাক্স আড়ি হইয়া কাঠের গায়ে ঠিক সমানভাবে লাগিয়াছিল। হাত দিলেই কাঠের মত বোধ হইতে লাগিল। যেদিন মোহর অন্তহিত হয়, সেদিন গোপীবাবু দেরাজ নাড়িয়াছিলেন। সেই নাড়া-চাঁড়ায় টানার ভিতর সাবানের বাক্স আড় হইয়া পড়িয়াছিল। তাহার পর, টানার ভিতর যে হাত দিয়া দেখিয়াছিল, তাহার হাতেই সাবানের বাক্সর পৃষ্ঠদেশ ঠিক কাঠের মত বােধ হইয়াছিল। সকলেই বুঝিল যে, মোহর অন্তহিত হইবার কারণ ইহা ভিন্ন আর কিছুই নহে। VàbrC fitRig sniž3. g3 ze! A www.amarboi.com%3"*"*"***"****