পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপীবাবু তাঁহার বৃদ্ধা মাতা ও স্ত্রীকে দেখাইবার নিমিত্ত মােহরপূর্ণ সাবানের বাক্সটি লইয়া সত্বর বাটীর ভিতর প্রবেশ করিলেন। যেদিন এ ঘটনা ঘটিল, সেদিন মঙ্গলবার। গিরিশ বাসায় আসিলেন। মাধব চক্ৰবৰ্ত্তী তখন বাটী আসেন নাই। মোহর পুনঃপ্রাপ্তির বিষয়ে গিরিশ সরলা ও সরলার মাতার নিকট গল্প করিলেন । সরলা বলিল,— “মোহর কিরূপ, আমি কখনও দেখি নাই!” গিরিশ বলিলেন, — “মোহর কখন দেখ নাই? রও! আমি তোমাকে দেখাইতেছি। আমার যেদিন জন্ম হয়, সেইদিন পিতামহ আমাকে একটি মোহর দিয়া দেখিয়াছিলেন। আমি বড় হইলে পিতা সেই মোহরটি আমার হাতে দিয়া বলিলেন, — ‘গিরিশ! ইহা আকবরী মোহর, ইহা লক্ষ্মী; যাহার কাছে থাকে, তাহার ভাল হয়। সেজন্য তোমাকে আমি ইহা দিতেছি। অতি যত্নে ইহা রাখিবে, কিছুতেই ইহা নষ্ট করিবে না।” সেই অবধি মোহরটি আমি অতি সাবধানে রাখিয়াছি।” এই কথা বলিয়া গিরিশ আপনার ঘরে গমন করিলেন। বাক্স হইতে মোহরটি আনিয়া দিল। গিরিশ তখন তাহা আপনার পকেটে রাখিলেন। মনে করিলেন যে, পরে ইহা বাক্সতে তুলিয়া রাখিব। কিছুক্ষণ পরে গোপীবাবুর দরওয়ান আসিল। হােলির সময় গিরিশের নিকট সে বকশিশ চাহিয়াছিল। আট আনা দিতে গিরিশ প্রতিশ্রুত হইয়াছিলেন। গিরিশ বললেন,- “তােমার আমি আট আনা পয়সা ধারি; দিই, লইয়া যাও।” @ এই বলিয়া গিরিশ পকেট হইতে একটি ক্রি ঙ্কতকগুলি পয়সা বাহির করিলেন। সেই পয়সার সহিত মােহরটিও বাহির হইয়া পূৰ্ভুঈদরওয়ান তাহা দেখিল। মােহরটি পুনরায় পকেটে রাখিয়া, গিরিশ তাহাকে একটি ও চারি আনা পয়সা গণিয়া দিলেন । দারওয়ান তাহা লইয়া চলিয়া গেল। 零 পরদিন বুধবার প্রাতঃকালে গিরিশ ডাক্তারখানায় গমন করিলেন। বিলাত হইতে যে সমুদয় বাক্স আসিয়া পূজার দালানে ছিল, গিরিশ তাহার গুটিকত বাক্স খুলাইয়া, একেল ফৰ্দের সহিত ঔষধ মিলাইতে লাগিলেন। কিছুক্ষণ পরে সেই মোহরপূর্ণ সাবানের বাক্স হাতে করিয়া গোপীবাবু সেই স্থানে আসিলেন। গিরিশ যেস্থানে মাটিতে বসিয়া ফৰ্দের সহিত ঔষধ মিলাইতেছিলেন, তাহার পার্শ্বে একখানি তক্তপোষ ছিল। মোহরপূর্ণ সেই সাবানের বাক্স তক্তপোষের উপর রাখিয়া গোপীবাবু বন্ধুবান্ধবদিগকে ডাকিয়া আহাদসহকারে সেই মোহর দেখাইতে লাগিলেন। সকলকে তিনি বলিতে লাগিলেন, — “দুই বৎসর পরিশ্রম করিয়া আমি এই মোহরগুলি জমা করিয়াছিলাম। আমি মনে করিয়াছিলাম, আর ইহাদের মুখ দেখিতে পাইব না। কিন্তু কাল হঠাৎ পুনরায় বাহির হইয়া পড়িল। আর একটু হইলেই যে দেরাজ কিনিয়াছিল, সে লইয়া চলিয়া যাইত। ভাগ্যে গিরিশ টানার ভিতর হাত দিয়া দেখিল, তাই আমি পুনরায় মোহরগুলি পাইলাম। সে এই গিরিশ, যে মাটিতে বসিয়া কাজ করিতেছে। এই গিরিশ হইতেই আমি আমার মোহরগুলি পাইয়াছি।” গোপীবাবু গিরিশের প্রতি চাহিয়া একটু হাসিলেন। গিরিশও তাঁহার মুখপানে চাহিয়া একটি হাসিলেন। বন্ধুবান্ধবকে ডাকিয়া গোপীবাবু এইরূপ পরিচয় দিয়া মোহর দেখাইতে লাগিলেন। very মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro