পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপীবাবুর মন তৃপ্ত হইল না। তিনি সদর দরজায় গিয়া দাড়াইলেন। রাস্তা দিয়া পরিচিত লোক যে যায়, তাহাকে মোহর দেখিবার নিমিত্ত ডাকিয়া আনেন। গিরিশ আপনার মনে কাজ করিতেছেন। কিছুক্ষণ পরে গোপীবাবুর বৃদ্ধ মাতা এক দাসী সঙ্গে করিয়া দালানে আসিয়া উপস্থিত হইলেন। তিনি গিরিশকে বিশেষরূপে স্নেহ করিতেন। গিরিশকে তিনি বলিলেন, — “গিরিশ! বাক্সমোড়া এই চটগুলি ফেলিয়া দিও না, অনেক কাজে লাগিবে। যারে রােখ, সেই রাখে! চটগুলি আমাকে দাও, আমি বাটীর ভিতর व्नश्शा शाड्ने ।” যে চট-দ্বারা আবৃত হইয়া বিলাত হইতে কতকগুলি বাক্স আসিয়াছিল, গোপীবাবুর মাতা সেই চটগুলি বাছিয়া ও ঝাড়িয়া-বুড়িয়া তক্তপোষের উপর রাখিতে লাগিলেন। এ কাৰ্য্যে চাকরাণীও তাঁহার সহায়তা করিতে লাগিল। কিছুক্ষণ পরে বাটীর ভিতর একটি ছেলে চীৎকার করিয়া কীদিয়া উঠিল। গোপীবাবুর মাতা বলিলেন, — ঐ যাঃ! খোকা বুঝি পড়িয়া গেল! আহাদি! মাটিতে যে চট পড়িয়া আছে, তুই সেইগুলি লইয়া আয়!” এই বলিয়া গোপীবাবুর মাতা তক্তপোষের উপর যে চটগুলি রাখিয়াছিলেন, তাড়াতাড়ি দুই হাতে সেইগুলিকে জড় করিয়া বাটীর ভিতর লইয়া গেলেন। নীচে অর্থাৎ মাটির উপর যে চটগুলি পড়িয়াছিল, আহাদি চাকরাণী তাহা লইয়া তাঁহার সঙ্গে বাটীর ভিতর চলিয়া গেল। গিরিশ একমনে আপনার কাজ করিতে লাগিলেন । বন্ধুবান্ধবের প্রতীক্ষায় গোপীবাবু সদর দরজায় দাড়াইয়াছিলেন। আর একজন পরিচিত লোককে পাইয়া মোহর দেখাইতে আনিলেন। দালানে উপস্থিত হইয়া তক্তপোষের উপর চাহিয়া তিনি বলিলেন, — “মোহরের বাক্স কি হইল? গিরিশ! মোহরের বাক্স কই?” গিরিশ উত্তর করিলেন,- “মোহরের বাক্স আমি কি জানি!” গোপীবাবু বলিলেন,- “সে কি, তক্তপোষের উপর আমি এই স্থানে বাক্স রাখিয়াছিলাম। সে বাক্স কোথায় গেল?” গিরিশ বলিলেন,- “আহাদী ঝিকে সঙ্গে লইয়া আপনার মাতা চট লাইতে দালানে আসিয়াছিলেন। তবে বোধ হয় তিনিই বাক্স বাটীর ভিতর লইয়া গিয়াছেন।” গোপীবাবু বাটীর ভিতর দৌড়িয়া গেলেন ও মোহরের কথা মাতাকে জিজ্ঞাসা করিলেন। তাহার মাতা বলিলেন,- “সে কি! আমি কেন মোহরের বাক্স আনিব? বাক্স তক্তপোষের উপর রহিয়াছে, আমি এইমাত্ৰ দেখিয়া আসিলাম।” আহাদী ঝিও ঠিক সেই কথা বলিল । গোপীবাবু পুনরায় দালানে আসিয়া গিরিশকে বলিলেন,- “গিরিশ! মা বাক্স লইয়া যান নাই। বাক্স তক্তপোষের উপর রহিয়াছে, তিনি দেখিয়া গিয়াছেন। আহাদী বিও তাহা দেখিয়া Cassifiksest befrygg W2 ԵՀ uskla »ižo 33 m vi.amarboi.comio