পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ন প্রয়োগ করিয়া তাহারাও সে আংটি গলাইতে পারিলেন না। আংটি যে কি ধাতু দিয়া গঠিত, তাহাও কোন বিজ্ঞানবিৎ পণ্ডিত বলিতে পারিলেন না। তাহারা বলিলেন যে,- “আমরা আলিউমিনীম্, প্লাটিনম প্রভৃতি যত প্রকার নূতন ধাতু বাহির হইয়াছে, সে সব দেখিয়াছি, কিন্তু এরূপ অদ্ভুত ধাতু আর কখন দেখি নাই। সামান্য আংটির ভিতরে কৃষ্ণবর্ণের তলোয়ারধারী বীরও কখন দেখি নাই।” ফলকথা, হারাধনের হাত হইতে কিছুতেই আংটি বাহির হইল না; আংটির জ্বালায় হারাধন ঘোর বিপদে পড়িলেন। চতুৰ্থ পরিচ্ছেদ নূতন বীর কিছুদিন পরে আংটির ভিতর হইতে খড়গধারী পুরুষের অন্তৰ্দ্ধান হইল। মাঝে নানা মূৰ্ত্তি আংটির ভিতর উদয় হইয়াছিল। এক একটি মূৰ্ত্তির ভাব দেখিলে গায়ে কাঁটা দিয়া উঠে; সৰ্ব্বশরীর শিহরিয়া যায়। অবশেষে ইহার ভিতর আর একটি মূৰ্ত্তির আবির্ভাব হইল; এই মূৰ্ত্তির কতকগুলা মুখ, কতকগুলা হাত, আর ছাগলের ং। ইহার নাম আংটিাবীর বিকটাকার আংটি-বীর মনের আনন্দে আংটির ভিতর নৃত্যু তৈরিতেছিল। তাহার নৃত্য দেখিয়া হারাধনের মূৰ্ছা হইল। সেই সময় হইতে মৃগীরোগাক্ৰান্ত ন্যায় দিনের মধ্যে চার-পাচ বার তিনি মূৰ্ছিত হইতে লাগিলেন। ফলকথা, মত পত্নীলাভের আশা এখন দূরে গেল, হারাধন সঙ্কটাপন্ন পীড়াগ্ৰস্ত হইলেন। হারাধনের পিতা-মাতা আত্মীয়-স্বজন ঘোর উদ্বিগ্ন হইলেন। ডাক্তার-বৈদ্য দ্বারা চিকিৎসা করাইলেন; কিন্তু কিছুতেই কিছু হইল না। রোজা আনিয়া ঝাড়ান-কাঁড়ান করাইলেন, ভূত নামাইলেন, দেবতাস্থানে হত্যা দিলেন, হাতে গলায় কোমরে কবচ ও মাদুলি পরাইলেন, গণৎকারের বাড়ী গিয়া জানিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না; হাত হইতে আংটি খসিল না। বহুমণ্ডধারী ছাগ-পদযুক্ত আংটিাবীরও আংটির ভিতর হইতে অস্তৰ্হিত হইল না। হারাধনের মূৰ্ছি দিন দিন ঘনীভূত হইতে লাগিল। হারাধন কৃশ ও দুৰ্ব্বল হইয়া পড়িলেন। তাহার প্রাণসংশয় হইল। তাহার প্রাণের আশা সকলে ছাড়িয়া দিল । অঙ্গুলিটির মূলাচ্ছেদ ব্যতীত আংটি কিছুতেই বাহির হইবে না। আংটি বাহির না হইলে হারাধন বঁচিবেন না। সুতরাং ইংরেজ ডাক্তার আনিয়া আঙুল কাটানই স্থির হইল। অজ্ঞান করিয়া আঙুল কাটা হইবে, সেই ভয়ে হারাধন ঘোর ভীত হইলেন। সন্ধ্যায় পর হারাধন শয়ন করিলেন। কিন্তু হয়! আঙুল আর কাটিতে হইল না। সেই রাত্রিতে হারাধনের যে মূৰ্ছা হইল, সে মূৰ্ছ আর কিছুতেই ভাঙ্গিল না। দেখিতে দেখিতে তাহার শ্বাসরোধ হইয়া গেল; হৃৎপিণ্ডের কাৰ্য বন্ধ হইয়া গেল। তাড়াতাড়ি ডাক্তার আনা হইল। ডাক্তার আসিয়া বলিলেন যে, হারাধন ইহলোক পরিত্যাগ করিয়াছেন। ଧ୍ରୁ ୫-visit sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 809