পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হারাধনের পিতা-মাতার আজ ঘোর সৰ্ব্বনাশ হইল। সংসার তীহাদের আজ শ্মশানভূমি হইল। পিতা ঘন ঘন নিশ্বাস পরিত্যাগ করিয়া অশ্রুবিসৰ্জ্জন করিতে লাগিলেন; মাতা বক্ষে করাঘাত করিয়া, মাটিতে পড়িয়া কাঁদিতে লাগিলেন। ডাক্তার বলিলেন বটে যে, হারাধনের মৃত্যু হইয়াছে, কিন্তু জীবিত শরীরের ন্যায় তাহার দেহে এখনও উত্তাগ ছিল। ডাক্তার বলিলেন,- “কোন কোন মৃতদেহে এরূপ উত্তাপ থাকে।” এই কথা বলিয়া ভিজিট লইয়া তিনি প্ৰস্থান করিলেন। পঞ্চম পরিচ্ছেদ শ্মশানভূমি সেই রাত্রিতেই হারাধনের দেহ শ্মশানভূমিতে নীত হইল। চিতা সজ্জিত হইল, চিতায় অগ্নি প্রদত্ত হইল। কিন্তু আগুন কিছুতেই ধরিল না। তিনবার সকলে চেষ্টা করিলেন, তিনবার আগুন নিবিয়া গেল। হারাধনের দেহ শীতলও হইল না। তাঁহাকে লইয়া যাহারা শ্মশানে গিয়াছিলেন, তাহদের মধ্যে কোন কোন লোকের মনে ঘোর আতঙ্ক झंट्रेल । একজন বলিলেন, —দেখ “ভাই! ছোকরা রে রল না, কোথা হইতে এক আংটি আসিয়া ইহার প্রাণবধ করিল। তাহার পর চিতুষ্কৰ্মগুন ধরিল না; মৃতদেহ যেরূপ শীতল হয়, সেরূপ শীতল হইল না! আর একটি আশ্চৰ্যবিষয় দেখ, ছোকরার মুখশ্ৰী কিছুমাত্র পরিবৰ্ত্তিত হয় নাই, ঠিক যেন নিদ্রা যাইতেছে! এধঃ ক ব্যাপার। চল ভাই! আপনার আপনার প্রাণ লইয়া পলায়ন করি।” ଦ୍ବିତ এই বলিয়া কেহ কেহ পলাইবার উপক্ৰম করিলেন। কিন্তু সেই দলে দুই-তিন জন সাহসী পুরুষ ছিলেন। কাহাকেও তাঁহারা পলায়ন করিতে দিলেন না। ভালরূপ উদ্যোগ করিয়া পুনরায় তাহারা চিতায় অগ্নিপ্ৰদান করিলেন। এইবার চিতা দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। চিতার অধোদেশে হু-হু শব্দে অগ্নিশিখা উত্থিত হইল। সকলেই বুঝিল যে, এইবার সেই সুকুমার যুবার কোমল দেহ অল্পক্ষণের মধ্যেই ভস্মীভূত হইয়া যাইবে। কিন্তু এ সময় আর একটি বিচিত্র ঘটনা ঘটিল। এই সময়, সেই রাত্রিকালে, সেই শ্মশানে, কোথা হইতে এক কামিনী আসিয়া সহসা উপস্থিত হইল। যৌবন প্ৰস্ফুটিতপ্ৰায়; পঞ্চদশবষীয়া পরম রূপবতী কামিনী সহসা সেই শ্মশানভূমিতে আসিয়া আবির্ভূত হইল। তাহার রূপের ছটায় সেই অন্ধকার নিশি যেন আলোকিত করিল। ব্যগ্রভাবে কামিনী পাগলিনীর ন্যায় হাত তুলিয়া কি যেন বলিল। ΚΧ উপস্থিত ব্যক্তিগণ কেহ বা ঘোর ভয়ে ভীত হইলেন, কেহ বা স্তম্ভিত হইলেন, কেহ বা সাষ্টাঙ্গে প্ৰণাম করিলেন। হাত যোড় করিয়া একজন বলিলেন,- “মা! তুমি কে তা বল? কি জন্য এ ঘোর নিশিতে এ শ্মশানভূমিতে তোমার আগমন হইয়াছে?” 8の8 fitRig sniž3. g3 ze! A www.amarboi.com%”"***"*****