পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠিক সেই রাত্ৰিতে তিনিও ঐরাগ স্বয়ম্বরের স্বপ্ন দেখিয়াছিলেন। আংটিাবীর এইরূপে ঘটকালী করিলেন । বিমলা সেই বরের প্রতীক্ষায় দিনযাপন করিতে লাগিল। বাটীতে কোন অপরিচিত লোক আসিলেই সে একমনে তাঁহার কথাবাৰ্ত্তা শ্রবণ করিত। মনে করিত, যাঁহাকে আমি স্বপ্নে দর্শন করিয়াছি, এইবার বুঝি তিনি আসিয়াছেন। কিন্তু মুখ ফুটিয়া কাহাকেও কোন কথা বলিত না। সে নিমিত্ত পিতা-মাতা উদ্বিগ্ন হইলেন না। কুলীনের ঘরে এরূপ হয়, এই বলিয়া মনকে প্ৰবোধ দিলেন। সন্ন্যাসীর আশীৰ্ব্বাদে তাঁহাদের প্রগাঢ় ভক্তি ছিল। কন্যার বর যে আপনি আসিয়া জুটিবে, সে বিষয়ে তাঁহাদের কিছুমাত্র সন্দেহ ছিল না। কনিষ্ঠা কন্যা কমলার বিবাহের নিমিত্ত তাহারা চেষ্টা করিতে লাগিলেন। মনে করিলেন যে, বিমলার বর আসিলেই একসঙ্গে দুই কন্যার বিবাহ দিব। গত বৎসর প্লেগের হিড়িক হইবার পূৰ্ব্বে, বিমলার পিতা সপরিবারে কোন ক্রিয়া উপলক্ষে কলিকাতায় এক আত্মীয়ের বাড়ী আসিয়াছিলেন। বাড়ী ফিরিবার সময় ষ্টেশনে যাহা ঘটিয়াছিল, তাহা পূৰ্ব্বে কথিত হইয়াছে। হারাধন বিমলাকে গাড়ীর ভিতর ঠেলিয়া দিলেন। গাড়ীর ভিতর প্ৰবেশ করিয়া বিমলা একটি দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিল। “কে আমার প্রাণরক্ষা করিল,” তাহা দেখিবার নিমিত্ত সেই মুহূৰ্ত্তে একবার সে ষ্টেশনের দিকে দৃষ্টিপাত করিল। নিমেষকালের নিমিত্ত দুই জনের চারি চক্ষু এক হইল। কিন্তু গাড়ী তখন বেগে চলিতেছিল। নিমেষের মধ্যে গাড়ী দূরে গিয়া পড়িল। বিমলা আর হারাধনকে দেখিতে না। বাটী ফিরিয়া গিয়া সেই দিয়াছিলেন, সেই রাত্রিতে আমি এক কতবার তাঁহাকে স্বপ্নে দেখিয়াছি। সন্ন্যাসী আমি হাওড়া ষ্টেশনে দেখিয়াছিলাম। করিয়াছেন। আর দেখিতেছি, হইয়া গিয়াছিল যে, আপনা। আপনি কোন একটা ঘটনা ঘটিবোঁ । কমলা সেই কথা মাতাকে বলিল। সন্ন্যাসীর বাক্য মিথ্যা হইবার নহে, এই মনে করিয়া পিতামাতা সাতিশয় আনন্দিত হইলেন। সে আংটি নাই। আংটি আমার আঙ্গুলো এত কসা য়া পড়া সম্ভব নহে। সন্ন্যাসীর বরে শীঘ্রই বোধ হয়, সপ্তম পরিচ্ছেদ আরসী এদিকে হারাধন আংটির জ্বালায় অস্থির হইলেন, ওদিকে বিমলা ঘন ঘন তাঁহাকে স্বপ্নে দেখিতে লাগিল। বিমলার চিত্ত সাতিশয় চঞ্চল হইল। শীঘ্রই কিছু একটা ঘটিবে, এই চিন্তা রাত্ৰি-দিন তাহার মনে জাগিতে লাগিল। এইরূপে কিছুদিন গত হইল। একদিন সন্ধ্যার পূৰ্ব্বে আরসীখানি সম্মুখে রাখিয়া বিমলা চুল বঁাধিতেছিল। সহসা আরসীর ভিতর সে নিজের মুখ না দেখিয়া Bob দুনিয়ার পাঠক এক হও! ~) www.amarboi.com"ডািকনীৰ "ট"****