পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় দুই দিন পরে অপরাহুে আফিস হইতে প্রত্যাগমন করিয়া, আমি বাটীর ভিতর প্রবেশ করিতেছি, এমন সময় দ্বারের নিকট পাল মহাশয়ের সহিত আমার সাক্ষাৎ হইল। তিনি বাহিরে যাইতেছিলেন । আমি ভিতরে প্রবেশ করিতেছিলাম। আমাকে দেখিয়া পাল মহাশয় দাঁড়াইলেন। তাহার পর, আমাকে তিনি জিজ্ঞাসা করিলেন, — “আমার ঘরের পার্শ্বে তুমিই বাসা লইয়াছ?” স্বয়ং পাল মহাশয় আমার সহিত কথা কহিলেন। হাদয়-মন্দিরে যে দেবীকে স্থাপিত করিয়া অহরহঃ পূজা করি, সেই দেবীর পিতা আমাকে এই কথা জিজ্ঞাসা করিলেন! শরীর আমার শিহরিয়া উঠিল, মন আমার পুলকিত হইল, বুক আমার চিপ্‌-চিপ্‌ করিতে লাগিল। আমি ভাবিলাম,- “মদন! প্ৰাতঃকালে আজ কাহার মুখ দেখিয়াছিলে?” অতি বিনীতভাবে আমি উত্তর করিলাম,- “আজ্ঞা, হাঁ মহাশয় । আমিই আপনার ঘরের পার্শ্বে বাস করি।” পাল মহাশয় পুনরায় বলিলেন,- “তুমি অতি উত্তম মহাভারত পাঠ করিতে পাের। তবে কি জান, দূর হইতে আমি বুঝিতে পারি না, কেবল শব্দ পাই, এইমাত্র। বৃথা শব্দ শুনিয়া কি হইবে, সেইজন্য ধীরে ধীরে পড়িতে বলিয়াছিলাম। পর যদি তোমার অবকাশ থাকে, আর আমার ঘরে আসিয়া যদি তুমি পাঠ কর, তাহা আমি শ্রবণ করি।” আগ্রহের সহিত আমি উত্তর করিলাম,- ? পর আমার কোন কাজ নাই। আপনি ডাকিলেই আমি আপনার ঘরে গিয়া করিতে পারি।” পাল মহাশয় বলিলেন যে,— “তুঞ্জ সন্ধ্যাবেলা আমি তোমাকে ডাকিব । এক ঘন্টাকাল তোমার নিকট আমি মহাভস্ট্রিষ্ঠ শ্ৰবণ করিব।” সন্ধ্যার পর পাল মহাশয় সেই বারেণ্ডার দ্বারে ধাক্কা মারিয়া আমাকে ডাকিলেন । আমি তাহার ঘরে গিয়া, অনেকক্ষণ পৰ্যন্ত মহাভারত পাঠ করিলাম। আমার কণ্ঠস্বর অতি মধুর, তাহার উপর আমি সুর করিয়া পড়িতে পারি। নিজে পাঠ করিয়া আমি নিজেই মোহিত হই। কিন্তু পাল মহাশয়ের বোধ হয়, সঙ্গীত-বিদ্যায় অধিকার নাই। তিনি বলিলেন,- “এ কাশীদাসী মহাভারত অথবা কৃত্তিবাসী রামায়ণ নহে। সুর করিয়া পড়িতে হইবে না, সহজ ভাষায় পাঠ কর।” যে আজ্ঞা, বলিয়া আমি তাঁহাই করিতে লাগিলাম। এইরূপ প্ৰতিদিন সন্ধ্যাবেলা আমি তাহার নিকট মহাভারত পাঠ করিতে লাগিলাম। তাহার সহিত আমার সদ্ভাব দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। রবিবারে নিমন্ত্ৰণ করিয়া, অতি আদরে डिनि ठाभाव 0ख्ॉडीन कद्धांशgलन्म । প্রথম দুই-চারি দিন আমি তাঁহার কন্যাকে দেখিতে পাই নাই। পাল মহাশয়ের গৃহে প্ৰবেশ শব্দ অথবা কণ্ঠস্বর শুনিবার নিমিত্ত সতৃষ্ণ কৰ্ণে সৰ্ব্বদাই আমি সতর্ক থাকিতাম। যেদিন আমার নিমন্ত্রণ হইয়াছিল, সেই রবিবারে আমার বাসনা পূর্ণ হইল। একজন ঠিকা ঝি ব্যতীত পাল মহাশয়ের অন্য দাসদাসী ছিল না। প্ৰাতঃকালে দুই-একঘণ্টা,-অপরাহে দুই এক ঘণ্টা, কাজ করিয়া সে ঝি আপনার গৃহে চলিয়া যাইত। আমি ও পাল মহাশয় যখন ভোজন করিতে Wieli 88Գ छों sNAls viði (SS BS! ro www.amarboi.com ro