পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝি আসিয়া সমস্ত কথা প্ৰভাবতীর পিতা মাতাকে বলিল। মুস্তফি মহাশয় একবার মনে করিলেন যে, আদালতে নালিশ করি। কিন্তু কন্যাকে কাছারিতে তিনি কি করিয়া হাজির করিবেন। তাহা ব্যতীত কন্যা নিজে হয় তো শ্বশুর শ্বাশুড়ী স্বামীর বিরুদ্ধে একটী কথাও বলিবে। না। তাহা হইলে আর নালিশ করিয়া কি হইবে। “আমার কন্যা মরিয়া যাউক,” এক্ষণে তাহাকে এইরূপ কামনা করিতে হইল। এইরূপে কিছু দিন কাটিয়া গেল। সহসা এক দিন মুস্তফি মহাশয় একখানি পোষ্টকার্ড পাইলেন। বৈবাহিকের একজন প্ৰতিবেশী তাহাকে এই পত্র লিখিয়াছিলেন। তিনি লিখিয়াছিলেন,- “আপনার কন্যা ঘোরতর পীড়িত। তাহার কিছু মাত্র চিকিৎসা হইতেছে না। কন্যাকে যদি দেখিতে ইচ্ছা করেন, তাহা হইলে যাহা কৰ্ত্তব্য, তাহা করিবেন।” পোষ্টকার্ড পাইয়া মুস্তফি মহাশয় আর থাকিতে পারিলেন না। গৃহিণীকে সঙ্গে লইয়া বৈবাহিকের বাড়ী গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন যে, প্ৰভাবতী একটী ছেড়া মাদুরের উপর মেজেতে পড়িয়া আছে। খুব জ্বর। খুব কাসি। নিশ্বাস ফেলিতে খুব কষ্ট হইতেছে। প্ৰাণ তাহার আইচাই করিতেছে। কেবল এপােশ ওপাশ করিতেছে। মুস্তফি মহাশয় তৎক্ষণাৎ ডাক্তার আনিতে দৌড়িলেন। কাপড় খুলিয়া দেখিলেন। দেখিলেন যে, সৰ্ব্বাঙ্গে কাল কাল দাগ! কোন স্থানে গোল, কোন স্থানে লম্বা দাগ। অনেক স্থানের ছাল উঠিয়া গিয়াছে। ঘায়ের মত সাদা হইয়া দশৃদঙ্গ করিতেছে। শরীরের যে সমুদয় স্থান সৰ্ব্বদা বস্ত্র দ্বারা আবৃত থাকে, সে সকল স্থানেও সেইরূপ দাগ। মাতার বুক ফাটিয়া যাইতে লাগিল। মাতা হাপুশনয়নে কাদিতে লাগিলেন । স্নেহের সহিত কন্যার মস্তকটী আপনার বক্ষঃস্থলে রাখিলেন। মাতার বুকে আপনার মাথা রাখিয়া কন্যার প্রাণ কথঞ্চিৎ শীতল হইল। মাতা জিজ্ঞাসা করিলেন,- “প্ৰভা! তোর গায়ে এ সব কি? এ সব দাগ কিসের? গোল দাগ, লম্বা দাগ। অনেক স্থানে ঘা হইয়াছে। এ সব কি?” এত দিন প্ৰভা চুপ করিয়াছিল। মায়ের কোলে মাথা রাখিয়া আজ আর চুপ করিয়া থাকিতে পারিল না। প্ৰভা কাঁদিতে লাগিল, মা কাঁদিতে লাগিলেন। দুই জনের চক্ষের জলে দুই জনের বক্ষঃস্থল ভাসিয়া যাইতে লাগিল; দুই জনের কাপড় ভিজিয়া গেল। কাঁদিতে কাঁদিতে প্ৰভা বলিল,— “মা! এত দিন আমি কোন কথা বলি নাই। আমি মনে করিতাম যে, শ্বশুর শ্বাশুড়ী গুরুজন, তাঁহাদের নিন্দা করিতে নাই। আমি মেয়ে-মানুষ, কষ্ট সহ্য করিতে মেয়ে-মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাহার পর, এই ঘর আমাকে চিরকাল করিতে হইবে, সুখ হইলেও আমাকে এই ঘরে থাকিতে হইবে, দুঃখ হইলেও আমাকে এই ঘরে

  • "Foo" (oiono sig aniż 35 gigs RSG! My www.amarboi.com My Gło8