পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিরূপে অন্যের নিকট হইতে কিছু লইব, সৰ্ব্বদা যে এরূপ চেষ্টা করে, তাহার অবস্থা কখন ভাল হয় না। অন্যের নিকট হইতে লইয়া চিরকাল তাহাকে দিনপাত করিতে হয়।” অষ্টাদশ অধ্যায়। প্ৰভাবতীর বিদায় প্রভাবতী বলিল,— ‘মহাত্মা এইরূপ আমাকে অনেক বলিলেন। এই সকল কথা, বাবা, তোমাকে বলিবার নিমিত্ত তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন। তোমরা আমার জন্য কাদিও না। দুঃখময় পৃথিবী ত্যাগ করিয়া আমি পরম সুখের স্থানে যাইতেছি। অল্প দিন পরে পুনরায় তোমাদের সহিত আমার সাক্ষাৎ হইবে। তখন আর আমাদের ছাড়াছাড়ি হইবে না। আর বাবা! তিনি বলিয়াছেন, তোমার সহিত শীঘ্রই আমার সাক্ষাৎ হইবে।” প্ৰভাবতীর কথা শুনিয়া সকলেই ঘোরতর বিস্মিত হইলেন । পিতা একবার জিজ্ঞাসা করিলেন, — “তোমার পিতামহ দেখিতে কিরূপ, তাহা বল দেখি?” যে প্রকার বৃদ্ধ বেশ তিনি ধারণ করিয়া প্ৰভাবতী তাহা বৰ্ণনা করিল। তাহা শুনিয়া মুস্তফি মহাশয়ের বিশ্বাস হইল যে, প্ৰভ প বকিতেছে না। যে সমুদয় কথা সে বলিল, সে সমস্ত সত্য। প্রভাবতী আপনার পি র ছবিও কখন দেখে নাই । কিছুক্ষণ পরে প্রভাবতী বলিল,- “চুক্লি”দিক অন্ধকার দেখিতেছি। তোমরা দুইজনে তুমি অন্যদিকে থাক।” প্রভাবতীর শরীর ক্রমে অবশ হইয়া আসিতে লাগিল। শ্বাস প্ৰশ্বাস ক্রমেই ক্ষীণ হইতে লাগিল। রাত্রি অবসানপ্রায় হইল। সেই সময় প্রভাবতী অতি মৃদুস্বরে বলিল,— “বাবা! মা! বড় দাদা! মেজ দাদা! এইবার আমি চলিলাম!! আমাকে বিদায় দাও। সকলের পায়ের ধূলা -भांद्ध धीश निों९3 ।" সকলের পায়ের ধূলা প্ৰভাবতী মাথায় লইল। তাহার পর অতি মৃদুস্বরে সে বলিল,— “যিনি আমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছিলেন, যিনি আমাকে এত বড় করিয়াছিলেন, যিনি আমাকে এমন পিতা মাতা দিয়াছিলেন, তাহার শ্ৰীচরণে এখন আমি আপনাকে সমর্পণ করিলাম।” অল্পক্ষিণ পরে মা কাদিয়া উঠিলেন। প্রভাবতী ঠিক কখন যে ইহলোক হইতে বিদায় হইয়াছিল, তাহা কেহ জানিতে পারেন নাই। সহাস্য বদনে ঠিক যেন সে নিদ্ৰা যাইতেছিল। বারোটার পূৰ্ব্বে ডাক্তার কয়বার আসিয়াছিলেন। কিন্তু তাহার পর আর তিনি আসেন নাই। সেই সময় তিনি বলিয়া গিয়াছিলেন যে,- “আর বৃথা চেষ্টা ঔষধ সেবন করাইয়া রোগীকে বৃথা আর কষ্ট দিয়া কাজ নাই।” প্রভাবতীর শ্বশুর শ্বাশুড়ী ও স্বামী কোথায় ছিলেন? “আমার গঙ্গাস্নান পূজা পাঠ আছে, তাহার পর, সকাল সকাল কলিকাতায় যাইতে হইবে।” রাত্রি দশটার সময় মাশ্চন্টক মহাশয় OS দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comf"র্ভ"ৰ ৰাষ্ট”সখিৰ