পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰস্তুত করিতে হয়, কেবল তাহা জানিলে হয় না। পাত্রগুলি নানাবর্ণের অলঙ্কারে বিভূষিত করিবার নিমিত্ত নানা উপাদানের আবশ্যক। বটগার রাসায়নবিদ্যাবলে, সেই সমুদয় মশলা আবিষ্কার করিলেন। বটগার আগাগোড়া সমুদয় কাজ করিতে লাগিলেন বটে, তাঁহার পরিশ্রমের ফলে রাজা বিপুল অর্থের অধীশ্বর হইলেন বটে, তথাপি তিনি তাঁহাকে কারখানায় কোনরূপ উচ্চপদ প্ৰদান করিলেন না। বটগারকে রাজা ঠিক ক্রীতদাস করিয়া রাখিলেন। স্বাধীনতার জন্য বটগার বিনয়-বচনে কতবার প্রার্থনা করিলেন; কিন্তু রাজা কিছুতেই তাঁহাকে স্বাধীনতা প্ৰদান করিলেন না। অবশেষে মনোদুঃখে বটগার মদ খাইতে আরম্ভ করিলেন। কিছুদিন দিবারাত্রি সুরাপান করিয়া তাঁহার শরীর ভাঙ্গিয়া গেল। কেবলমাত্র পয়ত্রিশ বৎসর বয়সে তাঁহার পরলোক হইল। জীবনের প্রথম অবস্থায় বটগার যদি মিথ্যাকথা না বলিতেন, তাহা হইলে বোধ হয়, তাহার এরূপ দুৰ্গতি হইত না। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro