পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুণ্ড বলিল,- “বেটা কৃষক যেমন গরুর উপর অত্যাচার করিতেছিল, আমি তেমনি তাহাকে দণ্ড দিয়াছি। আমার বিকট মূৰ্ত্তি দেখিয়া বেটা হতজ্ঞান হইয়া গিয়াছে। আর সে এমন কাজ কখন করিবে না। কিন্তু আমি এস্থানে না থাকিলে তােমার দশা কি হইত? দুষ্ট কৃষক তোমাকে হয়তো মারিয়া ফেলিত ।” হাতের লাঠিগাছটি ঘুরাইয়া রুস্তম উত্তর করিল,- “আমাকে সে মারিয়া ফেলিত! এক লাঠির ঘায়ে আমি তাহার মাথা ভাঙ্গিয়া ফেলিতাম। কিন্তু সে যাহা হউক, তুমি কে? রক্তমাংসহীন কাটা-মুণ্ড যে কথা কয়, তাহা আমি জানিতাম না।” মুণ্ড উত্তর করিল,— “আমি এক রাজার পুত্র, আর যে কাক কৃষককে ঠোকরাইতেছিল, সে আমার ছোটভগিনী। আমাদের কাকা তাহার জ্যেষ্ঠভ্রাতাকে বধ করিয়া মন্ত্রবলে আমাকে ও আমার ছোটভগিনীকে কাক করিয়া রাখিয়াছেন। সমস্ত দিন আমরা এইরূপ হইয়া থাকি, কিন্তু রাত্রি হইলেই আমরা দুইজনেই পুনরায় মানুষ হই।” রুস্তম জিজ্ঞাসা করিলেন,- “তুমি কোন দেশের রাজপুত্র, আর তোমাদের কাকার নাম Ry মুণ্ড উত্তর করিল,— “আমার পিতা নিশাপুরের রাজা ছিলেন। তাঁহাকে মারিয়া আমাদের কাকা সিংহাসন অধিকার করিয়াছেন, আর আমাদিগকে এইরূপ করিয়া রাখিয়াছেন। নিশাপুরের কুজো রাজার কথা তুমি বোধ হয় শুনিয়া থাকিবে। তিনিই আমাদের খুল্লতাত।” রুস্তম জিজ্ঞাসা করিলেন- “তোমাদিগকে উদ্ধার কোন উপায় নাই?” মুণ্ড উত্তর করিল,- “কৃষক যখন নিষ্ঠুরভাবে প্ৰহার করিতেছিল, তখন ঢ়িল মনে করিয়া আমাকে লইয়া তুমি তাহার প্রতি নিক্ষে । তাহার জন্য তোমার, আমার ও আমার ভগিনীর অনেক পুণ্য হইয়াছে। সে তোমার মঙ্গল হইবে ও আমাদেরও উদ্ধার হইবে।” রুস্তম জিজ্ঞাসা করিলেন,- দরিদ্র ও কাপুরুষ। একমাত্র মাতাকেও আমি প্ৰতিপালন করিতে পারি না । কি উদ্ধার হইবে।” মুণ্ড উত্তর করিল,- “এই দেশের রাজকন্যার নাম ভানুমতী। ভানুমতীর দেহকে আমাদের কাক যাদুবলে খড়ের করিয়াছেন। ইরাণ দেশের রাজা সোনার চেঙাড়া বাহির করিয়া প্ৰতিজ্ঞা করিয়াছেন যে, যে ভানুমতীকে ভাল করিতে পরিবে, তাহাকে তিনি অৰ্দ্ধেক রাজত্ব প্ৰদান করিবেন ও তাহার সহিত ভানুমতীর বিবাহ দিবেন। তুমি গিয়া সোনার চেভূড়া ধর, তাহার পর সন্ধ্যাবেল পুনরায় আমার নিকট আসিবে। ভানুমতী কি উপায়ে সুস্থ হইবে, তখন তোমাকে আমরা বলিয়া দিব ।” মুণ্ডের নিকট হইতে বিদায় লইয়া রুস্তম পুনরায় পথ চলিতে লাগিলেন। কিছুদূর গিয়া তিনি হইয়াছিল। ঢুলি উচ্চৈঃস্বরে বলিতেছিল,— “রাজকন্যা ভানুমতীর শরীর খড়ের হইয়া গিয়াছে। যে তাহাকে ভাল করিতে পরিবে, রাজা তাহাকে অৰ্দ্ধেক রাজ্য দিবেন ও রাজকন্যার সহিত বিবাহ দিবেন।” রাস্তায় লোকে লোকারণ্য হইয়াছিল। ছেলেবুড়ো সকলেই সেই ঢোঁটুরার কথা হী করিয়া শুনিতেছিল; কিন্তু কেহই সোনার চেঙড়া ধরিতে সাহস করিতেছিল না। ভিড় ঠেলিয়া রুস্তম আমার মঙ্গল হইবে? আর কি উপায়ে বা তোমাদের Wig sity 6ኑ8ዓ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro