পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রসর হইয়া সেই সোনার চেঙাড়া ধরিলেন। সকল লোক আশ্চৰ্য্য হইল। অল্পবয়স্ক ব্ৰাহ্মণকুমার রাজকন্যাকে কিরূপে ভাল করিবে, এই কথা ভাবিয়া সকলে বিস্মিত হইল। রাজার সেনাগণ রুস্তমকে তৎক্ষণাৎ দ্রুতগামী অশ্বের পৃষ্ঠে বসাইয়া তাঁহাকে রাজসভায় লইয়া গেল। রুস্তমের রূপ দেখিয়া রাজা মনে করিলেন যে,- “যুবক আমার জামাতা হইবার উপযুক্ত পাত্র বটে; কিন্তু কি করিয়া এ আমার কন্যাকে ভাল করিবে!” তাহার পর রাজা প্ৰকাশ্যভাবে রুস্তমকে জিজ্ঞাসা করিলেন,- “তুমি আমার কন্যাকে ভাল করিতে পরিবে? তুমি জান যে, বড় বড় হাকিম বৈদ্য রোজা প্রভৃতি কেহই তাঁহাকে সুস্থ করিতে পারে নাই?” রুস্তম উত্তর করিলেন,- “আজ্ঞা হাঁ, আমি রাজকন্যাকে নিশ্চয় ভাল করিতে পারিব।” রাজা বলিলেন,- “যদি তুমি তাহাকে ভাল করিতে পাের, তাহা হইলে তাহার সহিত তোমার বিবাহ দিব, আর আমি এই রাজ্যের অৰ্দ্ধেক তোমাকে প্ৰদান করিব। কিন্তু যদি ভাল করিতে না পাের, তাহা হইলে নিশ্চয় জানিও যে, তোমার মাথা আমি কাটিয়া ফেলিব।” রুস্তম বলিলেন,- “যে আজ্ঞা! রাজকন্যাকে যদি ভাল করিতে না পারি, তাহা হইলে আপনার যাহা ইচ্ছা হয়, তাহাই করিবেন। এক্ষণে অনুমতি করুন যে, রাজকন্যার নিমিত্ত আমি ঔষধ আনিতে গমন করি ।” রাজা অনুমতি প্ৰদান করিলেন। রাজসভা হইতে প্ৰস্থান করিয়া রুস্তম পুনরায় পথ চলিতে লাগিলেন। যেস্থানে কৃষক গরুকে প্রহার করিতেছিল ও যেস্থানে নরমুণ্ড ও কাকের সহিত সাক্ষাৎ হুইয়াছিল, সন্ধ্যার পূৰ্ব্বে রুস্তম সেই প্ৰস্তুর) য়া উপস্থিত হইলেন। সেইস্থানে আসিয়া তিনি দেখিলেন যে, মুণ্ডটি এক গৰ্ত্তেরপ্তািড়র্তর পড়িয়া আছে ও কাক নিকটস্থ এক বৃক্ষশাখায় বসিয়া আছে। সন্ধ্যা হইলে রাঙ্গুঞ্জ প্রতীক্ষায় রুস্তম সেইস্থানে বসিয়া ব্ল క్టర్ ক্ৰমে সন্ধ্যা হইল। যেই অন্ধকার ঔষ্ট্ৰ, আৰু সেই সময়ে ষোড়শবর্ষীয় এক বালক ও দশম বিষীয়া এক বালিকা সহসা তাহার সম্মুখে আসিয়া দাড়াইল। অন্ধকারে রুস্তম তাহাদিগকে ভালরূপ দেখিতে পাইলেন না; কিন্তু যাহা দেখিতে পাইলেন, তাহাতেই রুস্তমের মন মোহিত হইয়া গেল। তিনি ভাবিলেন যে,-ইহারা প্রকৃতই রাজপুত্র ও রাজকন্যা বটে, সাধারণের ঘরে এমন লাবণ্য হয় না। আহা! কোন প্ৰাণে কাকা ইহাদের প্রতি এরূপ অত্যাচার করিয়াছে? ভাই ভগিনী দুইজনে রুস্তমের পাৰ্থে বসিল। রাজপুত্ৰ বলিল,— “এই দেখ, পুনরায় আমরা মানুষ হইয়াছি। ঈশ্বরের কৃপায় তোমার সহিত আমাদের মিলন হইয়াছে। তোমার সহায়তায় আমাদের উদ্ধার হইবে। আমার নাম সাদি। আর আমার ভগিনীর নাম সিতারা অর্থাৎ তারা। রাজকন্যার শরীর কি জন্য খড়ের হইয়াছে, আর কি উপায়ে সে আরোগ্যলাভ করিবে, আমি তাহা বলিতে পারি না। দাইয়ের নিকট হইতে তারা কিছু জাদুবিদ্যা শিখিয়াছিল। তারা তোমাকে বলিয়া দিতে পারিবে । 8r află zi»3 goi se - www.amarboi conf**