পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৃঙ্খলাবদ্ধ গুরুকে লইয়া সকলে ভানুমতীর ঘরে গমন করিলেন। সেইস্থানে উপস্থিত হইয়া রুস্তম তীক্ষু ছুরি দ্বারা গুরুর নাকটি কাটিয়া ফেলিলেন। সেই কাৰ্ত্তিত নাসিকা হইতে নীলবর্ণের শোণিত বাহির হইতে লাগিল। সেই রক্ত লইয়া রুস্তম ভানুমতীর নাসিকায়, কর্ণদ্বয়ে ও জিহবাতে লেপন করিয়া দিলেন। ভানুমতীর নাক, কান ও জিহ্বা তৎক্ষণাৎ পূর্বের আকার ধারণ করিল। ভানুমতী এইবার সম্পূর্ণরূপে সুস্থ হইলেন। পূৰ্ব্বের ন্যায়। ভানুমতীর রূপে চারিদিক আলোকিত হইল। রাজা, রাণী, মন্ত্রিগণ ও ইরাণ দেশের সমুদয় লোক আনন্দসাগরে ভাসিতে লাগিল। রাজা বলিলেন যে,- “আজ রাত্রিতেই আমি রুস্তমের সহিত ভানুমতীর বিবাহ দিব।” নিজের মাতা, সাদি ও তারার অবস্থা স্মরণ করিয়া রুস্তম বিবাহকাৰ্য্যে বিলম্ব করিবার নিমিত্ত রাজাকে অনেক অনুরোধ করিলেন। কিন্তু রাজা রুস্তমের সে কথায় কৰ্ণপাত করিলেন না। রাজা বলিলেন, — “তুমি আমার বড় উপকার করিয়াছ। এ শুভকাৰ্য্যে বিলম্ব করা উচিত নহে। আজ রাত্ৰিতেই ভানুমতীর সহিত তোমার বিবাহ দিব।” নাসিকাহীন শৃঙ্খলাবদ্ধ জাদুগর-গুরুকে রাজা কারাগারে প্রেরণ করিলেন। তাহার পর অতি সমারোহের সহিত তিনি বিবাহের আয়োজন করিতে লাগিলেন। রাজার আজ্ঞা, অবিলম্বেই সমুদয় আয়ােজন হইয়া গেল। নগরের রাজপথে সমুদয় পরিষ্কৃত ও নবপল্লবে পরিশোভিত। হইল। নগরবাসিগণ আপনি-আপন গৃহ যথাসাধ্য অলকৃত করিল। চারিদিকে নৃত্য-গীত আরম্ভ হইল। ক্রমে সন্ধ্যা উপস্থিত হইল, সমুদয় ইরাণ নগর, দীপমালায় আলোকিত হইল। ক্রমে করিলেন। বিবাহকাৰ্য আরম্ভ হয়। আর কি, এমফার্স সময় সেই বিবাহ-সভায় সহসা বিষম ঝঞাবাত উপস্থিত হইল। সেই ঝড়ে সমুদায়ুষ্ঠালোব সেস্থানে নাই। চারিদিকে সকলে খুঁ লাগিল। সমস্ত রাত্রি খুঁজিয়াও ভানুমতীর সন্ধান কেহ পাইল না। ভানুমতীকে কে যে কোথায় লইয়া গেল, তাহা কেহই বলিতে পারিল না। সপ্তম অধ্যায় ভানুমতীর কোন সন্ধান হইল না বটে; কিন্তু তাঁহার পিতা, মাতা ও অন্যান্য লোক সকলেই বুঝিলেন যে, এ কুজো রাজার চাতুরি, সেই জাদুবলে ভানুমতীকে সভা হইতে লইয়া গিয়াছে। রাজাকে আশ্বাস দিয়া রুস্তম বলিলেন, — “মহারাজ। আপনি চিন্তা করবেন না। কুঁজে রাজার আমি ভানুমতীকে উদ্ধার করিতে পারিব। ভানুমতীর সন্ধানে আমি এখনি চলিলাম। ভানুমতীকে লইয়া আমি শীঘ্রই ফিরিয়া আসিব।” এই কথা বলিয়া রুস্তম সেস্থান হইতে প্ৰস্থান করিলেন। ভানুমতীকে সত্য সত্যই কুজো রাজা লইয়া গিয়াছিল। আকাশপথে বায়ুবেগে উড়িয়া ভানুমতীকে লইয়া মুহুৰ্ত্তমধ্যে কুজো রাজা নিশাপুরে গিয়া উপস্থিত হইল। তাহার পর

  • Itsწig omiნუ Gł6262

sNAls viði (SS BS! ro www.amarboicom ro