পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9.2ise শিউতেন-দোজি রাক্ষস জাপানের সম্রাটকে মিকাড়ো বলে। এক-সহস্ৰ বৎসর পূৰ্ব্বে মুরাকোমি নামক সম্রাট মিকাড়ো পদে অধিষ্ঠিত ছিলেন। জাপান দ্বীপপুঞ্জের ভিতর সুমিযোশি নামক এক প্রদেশ আছে। মুরাকোমি সম্রাটের শাসনকালে এই প্রদেশে ভয়ানক রাক্ষসের উপদ্রব হইয়াছিল। শিউতেনদােজি নামক এক অতি নিষ্ঠুর রাক্ষসরাজ এই প্রদেশের বন্য অঞ্চলে বৃহৎ এক দুর্গ নিৰ্ম্মাণ করিয়া তাহার ভিতর বাস করিতে লাগিল। আপনার সহচর অন্যান্য ভীষণাকৃতি রাক্ষসগণের সহিত বাহির হইয়া সে গ্রামবাসীদিগের গো, মহিষ, মেষ, ছাগ, অশ্ব, গৰ্দভ প্রভৃতি গৃহপালিত জীবগণকে ভক্ষণ করিতে লাগিল। অবশেষে মনুষ্যমাংসের আস্বাদ পাইয়া, সে নরনারী, বালক-বালিকা, শিশু-বৃদ্ধ—সকলকেই খাইতে লাগিল। মনুষ্যগণকে ধৃত করিয়া কিছুদিনের নিমিত্ত সে আপনার দুর্গে কারাবদ্ধ করিয়া রাখিত। কারাবদ্ধ থাকিয়া সেই নরনারীগণকে কিছুদিনের নিমিত্ত তাহার সেবক-সেবিকার কাজ করিতে হইত। অবশেষে হৃষ্টপুষ্ট হইলে, তাহাদিগকে সে রন্ধন করিয়া ভক্ষণ করিত। জাপানের লোক সাকে নামক একপ্রকার উগ্র সুরা ব্যবহার করিয়া থাকে। এই সুরাপান করিয়া রাক্ষসরাজ শিউতেন-দোজি সৰ্ব্বদাই উন্মত্ত অবস্থায় থাকিত। সেই অবস্থায় নরমাংসের ঝোল, ঝালুং ভুন্ডাজা, অম্বল, কারি, কাটলেট আহার করিয়া, সে পরম গ্ৰীতিলাভ করিত। কিন্তু প্ৰতিদিীৰ্ঘস্থরাশি রাশি নরমাংস ভোজন করিয়াও তাহার ক্ষুধা কিছুতেই নিবৃত্ত হইত না। নজন্তরীক্ষসর সসৈন্যে প্রতিদিন মনুষ্যশিকারে খৃষ্টম পড়িয়া, সে-স্থানের অধিবাসিগণকে বন্ধক করিয়া সে আপনার দুর্গে লইয়া যাইতুঙুক্ত বাহুল্য যে, রাক্ষসের উপদ্রবে। চারিদিকে হাহাকার পড়িয়া গেল। সে-স্থানের লোকগণ দূরীক্ষসের জ্বালায় উৎপীড়িত হইয়া আপন-আপনি বাসস্থান পরিত্যাগ করিয়া দূরদেশে পলায়ন করিতে লাগিল। কিন্তু নিকটে যতই মনুষ্যের অভাব হইতে লাগিল, দুষ্ট রাক্ষসগণ ততই অগ্রসর হইয়া দূরস্থিত গ্ৰাম-নগরসমূহ আক্রমণ করিতে লাগিল। এইরূপে ক্রমে কেবল যে সুমিযোশি প্রদেশ জনহীন হইয়া বিজন অরণ্যে পরিণত হইল, তাহা নহে, রাক্ষসের উপদ্রবে। অন্যান্য প্রদেশও সেইরূপ দুৰ্দশাপন্ন হইবার উপক্রম হইল। সাম্রাজ্য ছারখার হইতে বসিয়াছে দেখিয়া মিকাড়ো ঘোরতর চিন্তিত হইলেন। সম্রাট বৃদ্ধ ছিলেন; রাক্ষসের সহিত যুদ্ধ করিবার শক্তি তাঁহার ছিল না। আর শক্তি থাকিলেই-বা কি হইবে? নানাপ্রকার মায়া অবলম্বন করিয়া শিউতেন-দােজি মনুষ্যদিগকে ধূত ও সংহার করিত; মায়াযুদ্ধে অন্যান্য রাক্ষসগণও তাহার সমকক্ষ ছিল না। সুতরাং সম্রাট একেবারে হতাশ হইয়া পড়িলেন। আমার সাম্রাজ্য বিনষ্ট হইল, জাপানে মানবকুল নিৰ্ম্মল হইয়া গেল, গহন কাননে পরিণত হইয়া জাপান রাক্ষসের বাসস্থান হইল,—এইরূপ চিন্তা করিয়া, সম্রাট সৰ্ব্বদাই অশ্রুবারি বিসর্জন করিতে লাগিলেন। GreeSR, ত্ৰৈলোক্যনাথ রচনাসংগ্ৰহ sNAls viði (SS BS! ro www.amarboicom ro