পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ন্যাসী, সেজন্য কেহ তাহাদিগকে পান করিবার নিমিত্ত অনুরোধও করিল না। ঔষধ-মিশ্ৰিত সুরাপান করিয়া প্ৰথম অবস্থায় সকলের মনে এক অনিৰ্ব্বচনীয় আনন্দের আবির্ভাব হইল। আনন্দে বিমোহিত হইয়া শিউতেন-দোজি নৰ্ত্তকীগণকে আনিবার নিমিত্ত আদেশ করিল। বড় বড় মনুষ্যের যুবতী দুহিতাগণকে বলপূৰ্ব্বক আনিয়া সে নৰ্ত্তকীরূপে নিয়ােজিত করিয়াছিল। তাহাদিগের নৃত্য-গীতে কিছুদিনের নিমিত্ত পরিতোষলাভ করিয়া অবশেষে সে তাহাদিগকে ভক্ষণ করিত ও পুনরায় নূতন যুবতীগণকে আনিয়া তাঁহাদের পদে নিযুক্ত করিত। সেবা করিবার নিমিত্ত যে সমুদয় ভদ্রমহিলা নিয়োজিত ছিল, তাহাদের সহিতও সে এইরূপ ব্যবহার করিত। নৰ্ত্তকীগণ নাচিতে লাগিল, হাততালি দিয়া রাক্ষসরাজ তাল রাখিতে লাগিল। ক্রমে আনন্দে বিভোর হইয়া, সে নিজে উঠিয়া নৃত্য করতে লাগিল। ক্রমে অন্যান্য রাক্ষসগণও সেই নৃত্যে যোগ প্ৰদান করিল। প্রথম মানবী নৰ্ত্তকীদিগের রাণু-ঝণু শব্দ জগৎ স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। তাহার পর রাক্ষস নৰ্ত্তকদিগের গুপ-গাপ শব্দে জগৎ কম্পিত হইল। সাদামিটি নামক রাইকোর একজন সঙ্গী চমৎকার নাচিতে জানিতেন। রাক্ষসদিগের মন হরণ করিবার নিমিত্ত রাইকোর আদেশে তিনিও নৃত্য আরম্ভ করিলেন। তাঁহার নৃত্য দেখিয়া রাক্ষসগণ ভুয়োভূয়ঃ প্ৰশংসা করিতে লাগিল। নৃত্যের সহিত অবিরত সুরাপানও চলিতেছিল। সুরা ও ঔষধের গুণে রাক্ষসগণ ক্রমেই নিস্তেজ, হীনবল ও হতজ্ঞান হইতে লাগিল। শিউতেন-দোজি রাক্ষসরাজ সকলের অপেক্ষা অধিক সুরাপান করিয়াছিল। প্রথম সে অজ্ঞান হইয়া ভূতলশায়ী হইল। অনুচরগণ তাহাকে ধরাধরি করিয়া শয়নাগারে লইয়া গেল। তাহার পর ণ পুনরায় সুরাপান ও নৃত্য আরম্ভ করিল। অবশেষে একে একে সমুদয় দানবগণ উন্মুক্তও জ্ঞানহত হইয়া ভূতলে পতিত হইল। তখন রাইকো সঙ্গিগণের সহিত ধ্ৰুঞ্জাজির শয়নাগারে প্রবেশ করিলেন। সে-স্থানে গিয়া দেখিলেন যে, স্বর্ণময় পৰ্যাঙ্কে অজ্ঞান অবস্থায় পড়িয়া আছে, আর অনেকগুলি ভদ্রঘরের মানবী তাহার পরিচর্য্যায় আছে। কেহ বা তাহার পদসেবা করিতেছে, কেহ বা পাখা ব্যর্জন করিতেছে, কেহ বা তাহাঁর মস্তক কাণ্ডুয়ন করিতেছে। কারাবদ্ধ মানব ও মানবীগণ রাইকো ও তাঁহার সঙ্গিগণকে রাক্ষসদিগের সহিত একসঙ্গে বসিয়া আহার করিতে দেখিয়াছিল। তাহারা মনে করিয়াছিল যে, ইহারা প্রকৃত সন্ন্যাসী নহেন, ছদ্মবেশধারী রাক্ষস। সুতরাং রাইকো ও তাহার সঙ্গিগণকে ঘরে প্রবেশ করিতে দেখিয়া তাহারা ঘোরতর ভীত হইল। কিন্তু রাইকো তাহাদিগকে আশ্বাস প্রদান করিয়া বলিলেন,-“ভয় নাই, তোমাদের মত আমরাও মানুষ। সম্রাট কর্তৃক আদিষ্ট হইয়া তোমাদিগকে উদ্ধার করিতে আমরা আসিয়াছি।” রাক্ষসের মুণ্ড এই কথা বলিয়া রাইকো ও তাঁহার সঙ্গিগণ আপনি-আপনি বুলি হইতে বৰ্ম্ম ও খড়গ বাহির করিলেন। আপনি-আপিন বৰ্ম্ম সকলে পরিধান করিলেন। তাহার পর তাহারা দুই হস্তে ধারণের উপযোগী গুরু ও ক্ষুরের ন্যায় তীক্ষ্ম খড়গ লইয়া রাক্ষসের মস্তক ছেদন করিতে উদ্যত মজার গল্প (res sNAls viði (SS BS! ro www.amarboi.com ro