পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইলেন। কিন্তু এমন সময় ঘরের ভিতর সেই প্ৰদেশ-দেবতার আবির্ভাব হইল। হাত তুলিয়া তিনি রাইকোকে নিষেধ করিলেন। তিনি বলিলেন, — “বৎস রাইকো! কিছুক্ষণ অপেক্ষা কর। রাক্ষসের বিষয় মায়াঃ ইহার মস্তক ছেদন করিলেও তৎক্ষণাৎ ইহার মৃত্যু হইবে না। ইহার ছিন্ন মস্তক, ছিন্ন হস্ত ও ছিন্ন পদ তোমাদের সহিত যুদ্ধ করবে। ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সহিত যুদ্ধে তোমরা জয়লাভ করিতে পারিবে না। অতএব এই রজু দ্বারা প্রথম ইহার সাৰ্ব্বশরীর উত্তমরূপে খাটের সহিত বন্ধন কর। তাহার পর ইহার অঙ্গ-প্ৰত্যঙ্গ তিল তিল করিয়া কৰ্ত্তন করিবে।” এই কথা বলিয়া প্ৰদেশ-দেবতা রাইকোকে একগাছা মায়ারজু প্ৰদান করিলেন। সেই রজজু দ্বারা রাইকো ও তাঁহার সঙ্গিগণ নিদ্রিত হতজ্ঞান রাক্ষসকে উত্তমরূপে খাটের সহিত বন্ধন করিলেন। তাহার পর খড়গ উত্তোলন করিয়া এককোপে তাহার মস্তক শরীর হইতে বিচ্ছিন্ন করিয়া ফেলিলেন। রাক্ষসের মস্তক কাটিবামাত্ৰ বজনিনাদের ন্যায় ভীষণ শব্দে ঘর পরিপূর্ণ হইল। দুঃখের বিষয় যে, দেবদত্ত মায়া-রজজু দ্বারা রাইকে রাক্ষসের মস্তককে ভালরূপে খাটের সহিত বন্ধন করেন নাই। সেজন্য যেই তিনি রাক্ষসের মস্তক কাটিয়া ফেলিলেন, আর সেই ছিন্ন মস্তক উদ্ধে ঘরের ছাদ পৰ্যন্ত উখিত হইল। অবশেষে সেই ছিন্ন মস্তক হস্তি-দন্তের ন্যায় দন্ত বাহির করিয়া কড়-মড় শব্দ করিতে করিতে রাইকোর মস্তকের উপর পতিত হইল। রাইকোর মস্তকে লীেহ-নিৰ্ম্মিত সুদৃঢ় শিরোরক্ষক মুকুট ছিল। এক কামড়ে রাক্ষসের মুণ্ড তাহাকে চূর্ণ-বিচূর্ণ করিয়া ফেলিল। ছিন্ন মুণ্ডের কামড়ে রাইকোর মস্তকও সেইরূপ চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইত, কিন্তু ভাগ্যে তিনি ঠিক মাথার উপর প্রদেশ-দেবতা-প্রদত্ত প্লেই স্বর্ণ টুপি পরিধান করিয়াছিলেন। রাক্ষসের দন্ত সে দেবদত্ত টুপিকে ভেদ করিতে পরিষ্টমা। তাহাতেই রাইকাের প্রাণ বাঁচিয়া গেল। এই সময় রাইকাের সঙ্গী অপর তিন বীর চৈন্তি ছিলেন না। ইহাদের মধ্যে সুনা নামক রাইকোর এক পরম সুহৃদ ছিলেন। ইতঃপূৰ্ব্বেঠানা যুদ্ধে সুনা রাইকোর সহায়তা করিয়াছেন। কোন স্থানে মাকড়শাসুর নামক এক দৈত্যু র নিমিত্ত অতিশয় প্রবল হইয়াছিল। সুনার আর একজন অসুরের উৎপাতে চরকার ন্যায় ছিল। আকাশের উপর দ্রুতবেগে ঘূর্ণায়মান হইয়া চরকাসুর অকস্মাৎ আজ এদেশে, কাল সে-দেশে পতিত হইত ও বিদ্যুৎসম অগ্নিশিখার ন্যায় ভ্রমণ করিয়া নিমেষের মধ্যে সমুদয় দেশকে ছারখার করিত। তাহাকে বধ করিবার সময়ও সুনা রাইকোর বিশেষরূপ সহায়তা করিয়াছিলেন। রাইকোর বিপদ রাইকোর মস্তকের উপর ছিন্ন মুণ্ডের দংশন যখন ব্যৰ্থ হইল, তখন মুণ্ড কিঞ্চিৎ নামিয়া রাইকোর বক্ষঃস্থল কামড়াইতে চেষ্টা করিল। রাইকোর বক্ষঃস্থল। বৰ্ম্ম দ্বারা রক্ষিত ছিল বটে, কিন্তু সে দেবদত্ত বৰ্ম্ম নহে; সুতরাং রাক্ষসের তীক্ষ দন্ত অনায়াসে তাহা ভেদ করিতে পারিত। ছিন্ন মুণ্ডের বিপুল বলে রাইকো ভূমির উপর বসিয়া পড়িলেন। তাঁহার হাত হইতে খড়গ জ্বলিত Ro fi:Ilă zi, o ga se - www.amarboicom**