পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেহ রাইকোর সহায়তা করিয়াছিল, কেহ বা ঘরের এক কোণে বসিয়া কাঁদিতেছিল। কেহ বা মূৰ্ছিত হইয়া পড়িয়াছিল। যুদ্ধে জয়লাভ করিয়া রাইকো ও তাঁহার সঙ্গিগণ তাঁহাদের সাত্মনা করিলেন। তাহার পর রাক্ষসের কারাগার কোথায়, তাহা দেখাইয়া দিতে বলিলেন। দুর্গের নিম্নে কিছুদূরে রাক্ষসরাজের কারাগার ছিল। যুবতীগণ সুড়ঙ্গপথে রাইকো ও তাঁহার সঙ্গিগণকে সেই স্থানে লইয়া গেল। সে-স্থানে উপস্থিত হইয়া তাহারা দেখিলেন যে, দ্বারে প্রহরিস্বরূপ আর দুইজন রাক্ষস রহিয়াছে। তাহাদের সহিত পুনরায় ঘোরতর সংগ্ৰাম বাধিয়া গেল। কিন্তু রাইকো ও তাঁহার বীরগণ অবিলম্বে তাহাদিগকে পরাভূত করিয়া বাধিয়া ফেলিলেন। রাইকো মনে করিলেন যে, জীয়ন্ত অবস্থায় এই দুই রাক্ষসকে আমি সম্রাটের নিকট লইয়া যাইব । রাক্ষস দুইজনকে বন্ধন করিয়া তাঁহারা কারাগারের ভিতর প্রবেশ করিলেন। সে স্থানে বহুসংখ্যক নরনারী কারাবদ্ধ ছিল। রাইকো তাহাদিগকে উদ্ধার করিলেন। তাহাদের আনন্দধ্বনিতে জগৎ পরিপূর্ণ হইল। দুই হাত তুলিয়া তাহারা রাইকোর প্রশংসা করিতে লাগিল। সেস্থান হইতে যুবতীগণ রাইকোকে আর একটি পৰ্ব্বতগহবরে লইয়া গেল। সে-স্থানে রাক্ষসেরা মনুষ্যগণকে আহার করিবার পূৰ্ব্বে বধ করিত। সে-স্থানের মৃত্তিকা নরশোণিতে সিক্ত হইয়াছিল, আর চারিদিকে স্তুপাকার হইয়া নরমুণ্ড, নর-অস্থি ও নরকঙ্কাল পড়িয়াছিল। তাহা দেখিয়া রাইকো ঘোরতর ক্রুদ্ধ হইলেন। বন্দী রাক্ষস দুইজনকে তৎক্ষণাৎ বধ করিবার নিমিত্ত তিনি আজ্ঞা করিলেন। রাইকোর সঙ্গিগণ তৎক্ষণাৎ তাহাদিগের মাথা কাটিয়া ফেলিল । রাইকোর মনস্কামনা এক্ষণে সিদ্ধ হইল। রাক্ষসেরা দুর্গে যত ধনরত্ব ছিল, তাহা লইয়া ও রাক্ষস কর্তৃক ধৃত সহস্ৰ সহস্ৰ নর-নারীদিগকে সম্রাটের রাজধানী অভিমুখে ভূবে কখনও অসাক্ষাৎভাবে প্রদেশ-দেবতা তাহাদের উপর সামান্যভাবে কেবল একটু কুঙ্কুরলেন। মনোহর গন্ধপূর্ণ বায়ু ধীরে ধীরে প্রবাহিত জুন্টুর্গকে সুমিষ্ট ফল প্ৰদান করিলা নিৰ্বসকল সুশীতল বারি প্রদান করিয়া তাঁহাদের তৃষ্ণ নিবারণ করিল। অন্তরীক্ষে থাকিয়া গ্ৰাম্য-দেবতাগণ তাঁহাদের উপর পুষ্প বর্ষণ করিতে লাগিলেন। তাহার পর বিজন সুমিযোশি প্রদেশ অতিক্রম করিয়া যখন তাহারা অন্যান্য জনাকীর্ণ প্রদেশে প্রবেশ করিলেন, তখন সে-স্থানের অধিবাসিগণ কিরূপ সমারোহের সহিত তাঁহাদের অভ্যর্থনা করিল, সেকথা আর প্রকাশ করিয়া বলিতে হইবে না। তাহার পর সম্রাটের সভায় উপস্থিত হইলে তিনি রাইকোর কিরূপ সম্মান ও সমাদর করিলেন, সেকথাও প্রকাশ করিয়া আর বলিতে হইবে না। দীপমালায় কয়েকদিন নগরের লোক আপনি-আপন গৃহ আলোকিত করিল। মহােৎসবে কিছুদিন নগর পূর্ণ হইল। অবশেষে সম্রাট, রাজকবিকে ডাকিয়া রাইকো ও তাঁহার সঙ্গিগণের কীৰ্ত্তি সুমধুর ভাষায় স্বর্ণীক্ষরে লিপিবদ্ধ করিতে আদেশ করিলেন। সেই বিবরণ হইতে এই গল্পটি সংগৃহীত হইল। Ø ዓቁ দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon 23