পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এইরূপ বলিলে তাড়াতাড়ি আমি তোমার মাকে গিয়া কোলে লইতাম। উপর হইতে বাগানের দিকে আমি চাহিয়া দেখিতাম, কিন্তু আমি কিছু দেখিতে পাইতাম না। কি করিব! ঘরের দ্বারজানালা বন্ধ করিয়া, মেয়েকে কোলে লইয়া, ভয়ে জড়সড় হইয়া আমি বসিয়া থাকিতাম । এইরূপে অতিকষ্টে আমরা সেই বাড়ীতে দিনপাত করিতে লাগিলাম। পুনরায় পূজার সময় আসিল । এই সময় দিদিমণি সেই মেয়েটাকে ঘন ঘন দেখিতে লাগিল। বাগানের দিকে জানালা এখন আমি সৰ্ব্বদাই বন্ধ করিয়া রাখিতাম। তথাপি দিদিমণি বলিত,- “শ্যামী! জানালা খুলিয়া দে। মেয়েটি নীচে আসিয়াছে, সে আমাকে ডাকিতেছে। শামী! তোর পায়ে পড়ি, একবার জানােলা খুলিয়া দে, একবার তাহাকে আমি দেখি।” মহাষ্টমীর দিন মেয়েকে লইয়া আমি বড়ই বিব্রত হইলাম। সেদিন ভয়ানক দুৰ্য্যোগ হইয়াছিল। সীতাকে কোলে লইয়া আমি ঘরে বসিয়াছিলাম। এখন আর বাহিরে নয়, সেদিন দিদিমণি সেই মেয়েটিকে বাড়ীর ভিতরেই দেখিতে লাগিল! আমি দ্বার বন্ধ করিয়াছিলাম। তথাপি দিদিমণি বলিতে লাগিল,- “ও শামী! মেয়েটি আজ বাড়ীর ভিতর আসিয়াছে, ঘরের বাহিরে আমাদের ঘরের নিকট দাঁড়াইয়া আছে। ছাড়িয়া দে শামী । আমি একবার তাহার কাছে যাই। একবার তাহাকে না দেখিলে মরিয়া যাইব ।” এই বলিয়া দিদিমণি হাপুসা নয়নে কাঁদিতে লাগিল! কি যে করি, তাহা আমি বুঝিতে পারিলাম না। মেয়ে লইয়া আমি অলক ঠাকুরুণের ঘরে যাইলাম। সে-স্থানে সহচরী উপস্থিত ছিলেন। আমি বলিলাম,- “আজ বাছা, আমাদের দৃশ্লাওয়া-দাওয়াতে কাজ নাই। সকলে মিলিয়া এস, আজ আমরা মেয়েকে ঘিরিয়া বসিয়া । তা না করিলে, দিদিমণিকে আজ আমরা বাঁচাতে পারিব না, সেই দুষ্ট মেয়েটা আসিয়াদিদিমণিকে নিশ্চয় আজ লইয়া যাইবে।” সহচরী অলক ঠাকুরুণকে সকল কথ্য বুন্সিলেন। অলক ঠাকুরুণ আমার কথায় সম্মত হইলেন। পিতৃম ও বিলাসীকে ডাকিয়ুৰ্ৱৰ্জনালা বন্ধ করিয়া দিদিমণিকে ঘিরিয়া, সকলে NNیکبر বলা বাহুল্য যে, ইতিপূৰ্ব্বে এই বিড়ম্বনা নিবারণের জন্য অনেক প্রতিকার করা হইয়াছিল। গয়াতে পিণ্ড দেওয়া হইয়াছিল, শান্তি-স্বস্ত্যয়ন করা হইয়াছিল, রোজা আনিয়া ঝাড়ান ও ভূত নামানো হইয়াছিল, দিদিমণির অষ্টাঙ্গে কবচ, মাদুলি ও নেকড়ার পুঁটুলি বাধা হইয়াছিল। কিন্তু কিছুতেই কিছু হয় নাই। চতুৰ্থ অধ্যায়। বিষম মহাষ্টমী করিয়াছিল। “ঐ সেই মেয়েটি আসিতেছে, সে আমাকে ডাকিতেছে, তাহার কাপড় ভিজিয়া গিয়াছে, তাহার মাথা দিয়া রক্ত পড়িতেছে; দাও, আমাকে ছাড়িয়া দাও, আমি তাহার কাছে যাই।” এই বলিয়া দিদিমণি বারবার কাঁদিতেছিল, আর আমার কোল হইতে উঠিয়া আমার হাত মজার গল্প (?ąy sNAls viði (SS BS! ro www.amarboi.com ro