পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃতদেহের ন্যায় রাধামাধব কিছুক্ষণের নিমিত্ত পড়িয়া রহিলেন। তাহার পর ক্রমে ক্রমে তাহার মনে সাহসের সঞ্চার হইল। প্ৰথমে তিনি ঘর হইতে পলায়ন করিবার মনস্থ করিয়াছিলেন। কিন্তু সে ইচ্ছা এখন তিনি পরিত্যাগ করিলেন। আরও কি হয়, তাহা দেখিবার নিমিত্ত চুপ করিয়া তিনি শুইয়া রহিলেন। কিন্তু সে রাত্ৰিতে আর কোন উপদ্রব হইল না। তৃতীয় অধ্যায় পরলোক ঠুটাে চীন প্রভাত হইলে রাধামাধব উঠিয়া, পুনরায় ঘরের দ্বার-জানালাগুলি পরীক্ষা করিয়া দেখিলেন। দেখিলেন যে, দ্বার-জানােলা যেভাবে তিনি বন্ধ করিয়াছিলেন, সেইভাবেই আছে। তাঁহাকে ভয় দেখাইবার নিমিত্ত বাহির হইতে যে কেহ আসিবে, সে উপায় ছিল না। ক্ৰমে মাতুলের সহিত তাহার সাক্ষাৎ হইল। মাতুল বলিলেন,- “রাত্রিতে তুমি যে কিছু দেখিয়াছ, তোমার মুখ দেখিয়া তাহা আমি বুঝিতে পারিতেছি। তোমার মাতুলানীর ও আমার ইহাই রোগ, ইহার জন্যই আমাদের শরীর শীর্ণ হইয়া যাইতেছে ও দিন দি আয়ুক্ষয় হইতেছে। ইহার ཕག་གི་ཡུལ་ཁག་ལྔ་ལ་མ་ འཛི་ལ། ། གཡུ་ , ইহার সবিশেষ বিবরণ আজ দিনের অধীনে ছিল। নিম্নপদস্থ ডাক্তারগণ ধূহৎ বৃহৎ অস্ত্ৰচিকিৎসা করিতে বড় সুবিধা পান না, কিন্তু এই হাসপাতালে আমার সে সুবিধা ছিল। অঙ্গছেদিনাদি অনেক বড় বড় অস্ত্ৰচিকিৎসা আমি করিয়াছি। কোন লোকের অঙ্গছেদন করিয়া, সেই কাৰ্ত্তিত অঙ্গটি স্পিরিটপূর্ণ শিশির ভিতর রাখা আমার বাই ছিল। যে ঘরে গত রাত্ৰিতে তুমি শয়ন করিয়াছিলে, সেই ঘরে সেইরূপ অনেকগুলি অঙ্গ-প্রত্যঙ্গ আছে। বৰ্ম্ম চীনের নিকট, চীন দেশের অনেক লোক এদেশে বাস করিয়াছে। একদিন একজন চীনেম্যান আমার হাসপাতালে আসিয়া উপস্থিত হইল। আমি দেখিলাম যে, তাহার দক্ষিণ হাতটির কোণুই পৰ্যন্ত পচিয়া গিয়াছে। আমি তাহাকে বলিলাম যে,- “হাতটি কাটিয়া না ফেলিলে কিছুতেই তোমার প্রাণরক্ষা হইবে না।” প্রথম সে কথায় সে সম্মত হইল। না। তাহার পর যখন দেখিল যে, হাত না কাটিলে তাহার প্রাণ কিছুতেই বঁচিবে না, তখন সে অগত্যা সম্মত হইল। অজ্ঞান করিয়া কোণুই পৰ্যন্ত আমি তাহার হাত কাটিয়া ফেলিলাম। তাহার পর সেই হাত আমি যথারীতি সুরাপূর্ণ শিশিতে রাখিলাম। পুনরায় জ্ঞান হইবামাত্র চীনে রোগী আপনার কাটা হাত দেখিতে চাহিল। পাছে ভয় পায়, সেজন্য প্রথম আমি তাহাকে দেখাইতে চাহিলাম না। কিন্তু কাটা হাত দেখিবার জন্য সে এত কাতর হইল যে, তাহাকে না। দেখাইয়া আমি থাকিতে পারিলাম না। হাসপাতালের যে খাটের উপর সে শুইয়াছিল, শিশিটি আপনার পার্শ্বে তাহার উপর রাখিয়া, বামহাত দিয়া সে অনেকক্ষণ নাড়িয়া-চাড়িয়া দেখিল। তাহার পর একটি দীর্ঘনিশ্বাস ফেলিয়া শিশিটি সে চারপাইয়ের নীচে রাখিয়া দিল । সেইদিন মজার গল্প Gbrዓ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro