পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে ঘটিয়াছিল, নীলাম্বরবাবু এখনও তাহার সবিশেষ কারণ জানিতে পারেন নাই। তাঁহার ধারণা এই যে, উড়ে ব্ৰাহ্মণ হয় পাগল হইয়াছিল, আর না হয় তাহাকে ভুতে পাইয়াছিল। যাহা হউক, নীলাম্বরবাবু তাড়াতাড়ি স্ত্রীলোকের মাথা হইতে থলিটি খুলিয়া লইলেন। বলা বাহুল্য যে, থলির ভিতর হইতে তাঁহার স্ত্রীর মুখ বাহির হইয়া পড়িল। গিনী তখন জ্ঞানশূন্য, মূৰ্হিত। অনেক কষ্টে পুনরায় তাহার চেতন হইল। তাহার পর, হিষ্টিরিয়া রোগ দ্বারা তিনি আক্রান্ত হইলেন। ছয়মাসকাল পৰ্যন্ত নানা রোগে তিনি কষ্ট পাইলেন। ডাক্তার-বৈদ্য দেখাইয়া অনেক টাকা খরচ করিয়া, নীলাম্বরবাবু এখন তাঁহাকে ভাল করিয়াছেন। সকলে এখন সুখেস্বচ্ছন্দে কালব্যাপন করিতেছেন । sNAls viði (SS BS! ro www.amarboi.com ro