পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমাকে সেই বরের বাড়ীতে চুপি-চুপি পঠাইয়া দিলেন। আজকার মতো রাত্ৰিতে টিপি টিপি বৃষ্টি পড়িতেছে, মেঘের কোলে চিক-চিক করিয়া বিদ্যুৎ খেলিতেছে, সেই সময় তাহারা আমাকে ডুলি করিয়া পঠাইয়া দিলেন। ডুলিতে বসিয়া যখন নিৰ্ভয় হইলাম, তখন মুখপোড়া কাজির বিচার শুনিয়া আমি অল্প অল্প হাসিতে লাগিলাম। ক্রমে আমি সেই বরের বাড়ীতে আসিয়া পৌছিলাম। কে জানে কেন, ভাই, কাল রাত্রিতে যখন এই বাড়ীতে আমরা আসিলাম, তখন আমার বোধ হইল, সে যেন এই বাড়ী। কিন্তু সে বাড়ীর ইট সব ছোট ছোট ছিল, আর ঘরে জানােলা ছিল না বলিলেও হয়। তাহার পর আমার বিবাহ হইল। অতিশয় ঝড় উঠিল। পুনরায় ভয়ে আমার ঘুম ভাঙ্গিয়া গেল। আমি বসিয়া কাঁদিতে লাগিলাম।” হড়-বীে জিজ্ঞাসা করিলেন, — “তাহার পর কি হইল?” “দিদি পুনরায় উঠিলেন। প্ৰদীপ জ্বলিলেন। কেন আমি কাঁদিতেছি, বারবার জিজ্ঞাসা করিলেন। আমি তাঁহাকে কিছু বলিলাম না। তাহার পর পুনরায় আমরা সকলে শুইলাম। সেই স্বপ্ন পুনরায় আমি দেখিলাম। আমি একখানি লাল চেলী কাপড় পরিয়াছিলাম। তাহার উপর সাদা পাখী ছিল। বাসরঘর হইল। যে ঘরে কাল রাত্রিক্তে আমরা শুইয়াছিলাম, আমার যেন বােধ হয় যে, সেই ঘরে বাসর হইয়াছিল। কিন্তু এখুন্তঃর্সংঘরে বড় বড় জানালা আছে, তখন দুইটি কেবল ছোট জানােলা ছিল। সিঁড়ির দুই ছিল। সেই তক্তা ফেলিয়া দিলেই সিঁড়ি বন্ধ হইয়া যায়। বাসরঘরে পাড়ার ৱিা আসিয়া গান করিতে লাগিল । শিবের কি করিয়া বিবাহ হইয়াছিল, শিবের শাশুড়ী কিরূপে বরণ করিয়াছিল, শিবের পাঁচ মাথায় একেবারে মালা দিবার নিমিত্ত দুৰ্গা দশ হাত বাহির করিলেন, একজন মেয়ে সেই গীত গাহিয়াছিল। তাহার পর বাড়ীতে ডাকাত পড়িল। মশালের আলোতে চারিদিক পূর্ণ হইয়া গেল। ডাকাতদিগের হৈ-হৈ শব্দে কানে তালা লাগিতে লাগিল । ভয়ে আমি কাপিতে লাগিলাম । পুনরায় আমার ঘুম ভাঙ্গিয়া গেল।” হড়-বীে জিজ্ঞাসা করিল,— “তাহার পর কি হইল?” অন্নপূর্ণ উত্তর করিল,— “দিদি পুনরায় উঠিলেন। আমাকে অনেক বকিতে লাগিলেন। পুনরায় আমরা সকলে শয়ন করিলাম। তাহার পর সকাল হইয়া গেল। কিন্তু আশ্চর্য্যের কথা ভাই! কাল পথে যখন আমাদের গাড়ী ভাঙ্গিয়া গেল, হাঁটিয়া মাঠ পার হইতেছিলাম, তখন সেই মাঠের মাঝখানে আমরা ভয় পাইয়াছিলাম; কা’ল ভূতে আমার এই স্বপ্নের কথা বলিয়াছিল। তাহার পর শেষ রাত্রিতে স্বপ্নেও যেন আমি সেই ছড়াটি শুনিতেছিলাম। সে ছড়াটি আমার মনে গাঁথিয়া গিয়াছে।” এই কথা বলিয়া অন্নপূর্ণ জলার সেই ছড়া হড়-বীেকে শুনাইল। বলা বাহুল্য যে, হাড়-বীে তৎক্ষণাৎ সেই স্বপ্নের কথা সকলকে গিয়া বলিল। স্বপ্নের কথা শুনিয়া সকলে হাসিতে লাগিল। অন্নপূর্ণ লজ্জায় ঘরে লুকাইয়া রহিল। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro